Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি প্রবহমান খালে বাঁধ দিয়ে দখলের অভিযোগ

প্রবহমান খালে বাঁধ দিয়ে দখলের অভিযোগ

দখিনের সময় ডেক্স ।।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের প্রবহমান খালে বাঁধ দিয়ে দখলের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ‘পরান বল্লার’ নামের খালটিতে প্রভাবশালীরা মাছ চাষের উদ্যোগ নিয়েছে। তাঁরা খালের মধ্য দিয়ে রাস্তা বানানোর কথা বলে ভরাটকাজ শুরু করেছেন।

খালের পানি দুই পারের কৃষকেরা সেচকাজ ও বাসিন্দারা ব্যবহার করেন। কিন্তু খাল দখল হয়ে গেলে পানিসংকটের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় গ্রামবাসীর পক্ষে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি অবিলম্বে বাঁধ তৈরির কাজ বন্ধ করে খালটি দখলমুক্ত করার জন্য ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের পরান বল্লার খালটি দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। এর গভীরতা প্রায় ২০ ফুট এবং প্রস্থ ১৫০ ফুট। খালটি রাবনাবাদ নদী থেকে ইউনিয়নের কালিরচর গ্রাম ও বড় গাবুয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গোলখালী নদীতে মিলেছে। রাবনাবাদ নদীর মুখে জলকপাট রয়েছে, যাতে খালের দুই পারের মানুষ দৈনন্দিন ও জমিতে সেচকাজে খালের পানি ব্যবহার করতে পারেন। এ ছাড়া এলাকার বেশ কিছু পরিবার খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

গত বুধবার গিয়ে দেখা যায়, কালিরচর গ্রামের আনছার আলী নামের এক ব্যক্তির বাড়ির কাছে পরান বল্লার খালের মধ্যে বাঁশ ও জালের বেড়া। সেখানে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, তিন-চার দিন আগ থেকে সেখানে বাঁধ দেওয়া শুরু হয়েছে।

জহিরুল ইসলাম নামের একজন অভিযোগ করেন, রাস্তা বানানোর কথা বলে কালিরচর গ্রামের আনছার ডাক্তারসহ কয়েকজন খালে বাঁধ দিচ্ছেন। পুকুর তৈরি করে মাছ চাষের জন্যই খালে বাঁধ দেওয়া হচ্ছে। খাল গভীর হওয়ার কারণে দুই পাড়ের বাসিন্দাদের কখনো মিষ্টি পানির সংকটে পড়তে হয়নি। এখন খালে বাঁধ দেওয়া হলে পানির জন্য ভোগান্তিতে বাড়বে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৩ মে তিনি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments