Home শীর্ষ খবর সোমবারও বাংলা ব্লকেড, কোটাবিরোধী আন্দোলনের ঘোষণা

সোমবারও বাংলা ব্লকেড, কোটাবিরোধী আন্দোলনের ঘোষণা

দখিনের সময় ডেস্ক:
কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রোববার (৭ জুলাই) দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। একইভাবে সোমবারও (৮ জুলাই) কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৩টার পর থেকে সড়কে অবস্থান নেবেন তারা।
কোটাবিরোধীদের বাংলা ব্লকেড কর্মসূচিতে রোববার অচল হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক; ফলে যানবাহন ছেড়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের। বাংলা ব্লকেডে রাজধানীর সড়কগুলো বিকেল থেকে অচল হয়ে পড়লে মেট্রো স্টেশনগুলোতে বাড়ে ভিড়। স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যাত্রীর ভিড়ে স্টেশনগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঠাসাঠাসি করে কোনোরকমে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে পৌঁছার চেষ্টা চালান। এ সময় ভিড় সামলাতে মেট্রো স্টেশনের নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়।
রোববার(৭ জুলাই) বিকেল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন কোটাবিরোধীরা, এতে পুরো ঢাকা অচল হয়ে পড়ে। রোববার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন কোটাবিরোধীরা, এতে পুরো ঢাকা অচল হয়ে পড়ে। ছবি সময় সংবাদ এবার ‘সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের’ এক দফা দাবিতে তারা কর্মসূচি পালন করবেন। এ বিষয়ে সংসদে আইন পাসেরও দাবি জানিয়েছেন তারা। সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। পরে তারা শাহবাগসহ রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘক্ষণ অচল থাকায় সড়কে হাজারো গাড়ির জটলা বাঁধে। যা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যদের গলদঘর্ম হতে হয়। আর ভোগান্তি মাথায় নিয়ে বাড়ি ফিরতে শুরু করেন কর্মজীবী ও সাধারণ মানুষ।
রোববার বিকেল ৩টার পর সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। একে একে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়, বাংলামোটর ও কারওয়ান বাজার মোড়, হাতিরঝিল, হাতিরপুল, নীলক্ষেত, সায়েন্সল্যাব মোড়, চানখারপুল অবরোধ করেন তারা। এতে এসব এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে পুরো রাজধানীতে দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরমুখো মানুষ।
এর আগে বিকেল ৩টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা গ্রন্থাগারের দিকে আসতে থাকেন। আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বর-টিএসসি হয়ে শাহবাগে গিয়ে জড়ো হন। এরপর তারা সেখানে অবরোধ করেন। এদিকে আজিমপুর-নিউমার্কেট মোড়ও অবরোধ করেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা বন্ধ করে চানখারপুলে আন্দোলনকারীরা সড়কে ক্রিকেট-ফুটবল খেলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলন থেকে শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও তিনটি দাবি জানাচ্ছেন। এগুলো হলো: ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুতসময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে, সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

Recent Comments