• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাইকে আজান দিলে লাশ পড়বে হুমকি দিয়ে চিঠি, মসজিদে পুলিশ মোতায়েন

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪, ১৯:৫৫ অপরাহ্ণ
মাইকে আজান দিলে লাশ পড়বে হুমকি দিয়ে চিঠি, মসজিদে পুলিশ মোতায়েন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মসজিদের মাইকে আওয়াজ (আজান) হলে লাশ পড়বে বলে হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। পরে মসজিদটিতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলার মোদি নগরের আদর্শনগর কলোনির একটি মসজিদে হুমকির ওই চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার মসজিদে নামাজ পড়তে এসে ওই চিঠি পান মুসল্লিরা। চিঠিতে কারও নাম না লেখা না থাকলেও নিচে লেখা রয়েছে ‘সনাতনী’। কোনো হিন্দু সংগঠন এই চিঠি লিখেছে, নাকি পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এই ষড়যন্ত্র—এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ওই চিঠিতে লেখা ছিল, ‘মুসলিমরা আমাদের কথা মন দিয়ে শোন। যদি মসজিদের স্পিকার থেকে কোথাও কোনো আওয়াজ (আজান) বের হয়, তবে মরদেহ গোনার জন্য তৈরি থাক। মুরাদনগরের সমস্ত মসজিদের স্পিকার খুলে ফেলতে হবে। না হলে বিরাট ফল ভুগতে হবে।’