দখিনের সময় ডেস্ক:
সম্প্রতি হয়ে যাওয়া ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল বিরোধী জোট ইন্ডিয়া। এবার ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপ-নির্বাচনেও ধাক্কা খেল মোদির দল। উপনির্বাচনে চারটি আসনে জিতেছে ইন্ডিয়া জোট। এগিয়ে আছে আরও ছয়টি আসনে। প্রাথমিক ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র- রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলার উপনির্বাচনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস। প্রতিটি আসনে পিছিয়ে রয়েছে বিজেপি। ২০২১ এর উপনির্বাচনে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি।
পাঞ্জাবে আম আদমি আর্টির মহিন্দর ভগত জলন্ধর পশ্চিম আসনে ২৩০০০ হাজার ভোটে জিতেছেন। হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর জয় পেয়েছেন। বিজেপি প্রার্থী হোশিয়ার সিংহের তুলনায় সাত হাজারেরও বেশি ভোট পেয়েছেন তিনি। নালাগড়েও এগিয়ে কংগ্রেস। তবে হামিরপুর বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আশিস শর্মা।
এদিকে উত্তরাখণ্ডের বদ্রিনাথ এবং মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। বিহারে জেডি (ইউ) এর কালাধর প্রসাদ মন্ডল রূপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থীর থেকে পিছিয়ে রয়েছেন। অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কমলেশ প্রতাপ শাহি। অন্যদিকে পাঞ্জাবে একটি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় কংগ্রেসের ধীরেন শাহ ইনভাতি ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। শনিবার (১৩ জুলাই) সকালে সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোট গণনা শুরু হয়। বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।