দখিনের সময় ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন বলে জানিয়েছেন হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি। আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন টার্ক।
তিনি জানান, গত সপ্তাহে জাতিসংঘের একটি দল গিয়ে ছাত্রনেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের অনেকে আটক ও আহত হয়েছিল। বৈঠকে সাম্প্রতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনও অস্থিরতার ঘটনায় কীভাবে তদন্ত করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। টার্কের মুখপাত্র বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে জবাবদিহিতা নিশ্চিত ও সমন্বয়সাধন করতে চায় জাতিসংঘের মানবাধিকার কমিশন। একই সঙ্গে মানবাধিকারকে এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থন করার জন্য উন্মুখ কমিশন।