দখিনের সময় ডেস্ক:
নিজের বাড়িতেই মারা গিয়েছেন, কিন্তু কেউ জানেনই না। মরদেহ উদ্ধার হল কয়েকদিন পর। এমনই পরিস্থিতি দেখা যাচ্ছে এশিয়ার উন্নত দেশ জাপানে। চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে বাসা-বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন ৪০ হাজার মানুষ। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর বিবিসি।
ন্যাশনাল পুলিশ এজেন্সি তথ্যমতে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথমার্ধ পর্যন্ত মোট ৩৭ হাজার ২২৭ জন একাকী বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে, যাদের বয়স ৬৫ এবং ৭০ এর বেশি ছিল। পুলিশ রিপোর্টে দেখা গেছে, একাকী মারা যাওয়া এসব মানুষের মধ্যে প্রায় ৪ হাজার জনের মরদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে আবিষ্কৃত হয়েছিল। এছাড়া ১৩০ জনের মৃতদেহ খুঁজে পাওয়ার আগে তাঁরা এক বছর ধরে নিখোঁজ ছিল।মৃতদেহগুলির মধ্যে ৭ হাজার ৪৯৮ জন ছিল ৮৫ বছর বা তার বেশি বয়সের। ৫ হাজার ৯২০ জন ছিলেন ৭৫-৭৯ বছর বয়সী। এছাড়া ৭০ থেকে ৭৪ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৬৩৫টি মৃতদেহ পাওয়া গেছে। জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যা রয়েছে। তাই দেশটির বয়স্ক জনগণের দিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে তাঁরা।
জাপানি ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ বলেছে, ২০৫০ সাল নাগাদ দেশটিতে একা বসবাসকারী বয়স্ক নাগরিকদের (৬৫ বছর বা তার বেশি বয়সী) সংখ্যা এক কোটি ৮০ হাজারে পৌঁছাবে। দীর্ঘদিন ধরে বার্ধক্য ও ক্রম হ্রাসমান জনসংখ্যা মোকাবিলা করার চেষ্টা করেছে জাপান। এপ্রিল মাসে জাপান সরকার দেশের কয়েক দশক ধরে একাকিত্ব ও বিচ্ছিন্নতার সমস্যা মোকাবিলা করার জন্য একটি বিল সংসদে উত্থাপন করেছিল।
Post Views:
31