Home আন্তর্জাতিক জাপানে বাসা-বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু ৪০ হাজার মানুষের

জাপানে বাসা-বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু ৪০ হাজার মানুষের

দখিনের সময় ডেস্ক:

নিজের বাড়িতেই মারা গিয়েছেন, কিন্তু কেউ জানেনই না। মরদেহ উদ্ধার হল কয়েকদিন পর। এমনই পরিস্থিতি দেখা যাচ্ছে এশিয়ার উন্নত দেশ জাপানে। চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে বাসা-বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন ৪০ হাজার মানুষ। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর বিবিসি।

ন্যাশনাল পুলিশ এজেন্সি তথ্যমতে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথমার্ধ পর্যন্ত মোট ৩৭ হাজার ২২৭ জন একাকী বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে, যাদের বয়স ৬৫ এবং ৭০ এর বেশি ছিল। পুলিশ রিপোর্টে দেখা গেছে, একাকী মারা যাওয়া এসব মানুষের মধ্যে প্রায় ৪ হাজার জনের মরদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে আবিষ্কৃত হয়েছিল। এছাড়া ১৩০ জনের মৃতদেহ খুঁজে পাওয়ার আগে তাঁরা এক বছর ধরে নিখোঁজ ছিল।মৃতদেহগুলির মধ্যে ৭ হাজার ৪৯৮ জন ছিল ৮৫ বছর বা তার বেশি বয়সের। ৫ হাজার ৯২০ জন ছিলেন ৭৫-৭৯ বছর বয়সী। এছাড়া ৭০ থেকে ৭৪ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৬৩৫টি মৃতদেহ পাওয়া গেছে। জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যা রয়েছে। তাই দেশটির বয়স্ক জনগণের দিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে তাঁরা।
জাপানি ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ বলেছে, ২০৫০ সাল নাগাদ দেশটিতে একা বসবাসকারী বয়স্ক নাগরিকদের (৬৫ বছর বা তার বেশি বয়সী) সংখ্যা এক কোটি ৮০ হাজারে পৌঁছাবে। দীর্ঘদিন ধরে বার্ধক্য ও ক্রম হ্রাসমান জনসংখ্যা মোকাবিলা করার চেষ্টা করেছে জাপান। এপ্রিল মাসে জাপান সরকার দেশের কয়েক দশক ধরে একাকিত্ব ও বিচ্ছিন্নতার সমস্যা মোকাবিলা করার জন্য একটি বিল সংসদে উত্থাপন করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments