Home শীর্ষ খবর স্বৈরশাসকদের কেউ কেউ ফেরে, অনেকেই ফেরে না

স্বৈরশাসকদের কেউ কেউ ফেরে, অনেকেই ফেরে না

দখিনের সময় ডেস্ক:
আন্তর্জাতিক রাজনীতিতে দেখা গেছে, পৃথিবীর অনেক দেশের স্বৈরশাসকরা ক্ষমতাচ্যুত হবার এক দশক কিংবা তারও কম সময়ের মধ্যে কেউ কেউ রাজনীতিতে আবারো ফিরে এসেছেন। যদিও বেশিরভাগ ক্ষমতার কেন্দ্রে আর ফিরতে পারেননি। স্বৈরশাসকদের বিরুদ্ধে মানুষের এক ধরণের আক্রোশ কিংবা ঘৃণা থাকলেও তাদের পরিবারের সদস্যরা পরবর্তীতে কিভাবে রাজনীতিতে ফিরে আসেন? খবর সূত্র: বিবিাসি বাংলা।
আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমস-এর অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী সাঈদ ইফতেখার আহমেদ বলছেন, স্বৈরশাসকদের পতনের পর যারা ক্ষমতায় আসে তাদের দিক থেকে গণতন্ত্রের প্রতিশ্রুতি থাকে। কিন্তু অনেক সময় দেখা যায়, গণতন্ত্রের চর্চা দেখা যায় না। আরেকটি বিষয়টি হচ্ছে, অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতা। মি. আহমেদ বলছেন, স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হবার পরে এসব সংকটের কোন সুরাহা হয়না। এ বিষয়গুলো মানুষকে পুরনো স্মৃতির দিকে নিয়ে যায়। মানুষ ভাবতে থাকে তাহলে হয়তো তখনই ভালো ছিলাম। এ বিষয়গুলো পতিত স্বৈরাচারদের পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরিয়ে আনতে সহায়তা করে বলে মনে করেন মি. আহমেদ।
একজন ব্যক্তি যখন দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তার একটি ব্যক্তি ইমেজ গড়ে ওঠে। সেটা ইতিবাচক এবং নেতিবাচক দুটোই হতে পারে। এ বিষয়গুলো ক্ষমতাচ্যুত স্বৈরাচারদের পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরে আসতে সহায়তা করে বলেন মনে করেন মি. আহমেদ। আরেকটি বিষয় হচ্ছে, যখন কোন দেশে দীর্ঘদিন যাবত গণতন্ত্র থাকেনা তখন সে দেশে বিকল্প নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ তৈরি হয় না। ফলে স্বৈরশাসকদের পতনের পর যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা থাকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞ। এতে করে সবকিছু বুঝে উঠতে তাদের সময় লাগে। ফলেও সমস্যা দীর্ঘায়িত হতে থাকে এবং জনগণের ধৈর্যচ্যুতি হয়। কারণ মানুষ যখন স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন করে তখন তাদের মনে রাষ্ট্র নিয়ে নানা স্বপ্ন থাকে। তারা দ্রুত পরিবর্তন দেখতে চায়। সেটি না হলে মানুষের মনে পুরনো স্মৃতি ফিরে আসে বলে মন্তব্য করেন মি. আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার অভিযান শুরু

দখিনের সময় ডেস্ক: ‘ধান, নদী, খাল- এই তিনে বরিশাল’ জেলা ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে রেখে খাল পরিষ্কার অভিযানে শুরু করেছে জেলা প্রশাসন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন...

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে হত্যার ঘটনায় তিনজন শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন,...

সাবেক বিচারপতি মানিকে হত্যা মামলায় গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার...

Recent Comments