Home রাজনীতি পাল্টাপাল্টি বক্তব্যে বিএনপি-জামায়াত বিরোধ স্পষ্ট

পাল্টাপাল্টি বক্তব্যে বিএনপি-জামায়াত বিরোধ স্পষ্ট

দখিনের সময় ডেস্ক:
গত তেসরা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিমিয় সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার যে ‘নির্যাতন’ করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে।
যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, “প্রতিশোধ না নেয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেবো না। কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে। শাস্তিও হতে হবে।” এর আগে ভারতের সাথে সম্পর্ক নিয়ে গত ২৮শে অগাস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না। আপনারা বদলানোর চিন্তা করেন কেন।”জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে।
গত ৮ সেপ্টেম্বরন সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে।”এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহবান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। জামায়াত আমিরের বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকেও।
দু’টি দলের শীর্ষ পর্যায়ে এমন পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বলে মনে করছে না জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মি. পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, “কেন বিএনপি এ কথা বলছে সে জবাব বিএনপি দেবে। এ দায়িত্ব জামায়াতে ইসলামীর না। আমাদের দিক থেকে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই।”যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, “অনেক নেতা বক্তব্য দিতে পারে, আমাদের অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না, আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

দখিনের সময় ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯টা ৪৫ মিনিট থেকে এই চলাচল বন্ধ রয়েছে...

৫০ পিস ‍ইয়াবাসহ গ্রেপ্তার, নেপথ্যে বনিবনা না হওয়ার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টরের ১৮নং সড়ক থেকে এস এম খবির উদ্দিন (৪২)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

কেউ লাগিয়েছেন ধানের শীষ, কেউ লাগিয়েছেন নৌকা: নূর মোহাম্মদ

দখিনের সময় ডেস্ক: বহিরাঙ্গনের পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে, কোন লাভ হয়নি। অর্থের অপচয় হয়েছে মাত্র। ‘লোগো পরিবর্তন করুন, পোশাক পরিবর্তন করুন’- ঘোড়ার আগে গাড়ি জুড়ে...

মইন উদ্দীন খান বাদলের কবরে অগ্নিসংযোগ

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কিছু দুর্বৃত্ত। দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে এসে কবরের ওপরের...

Recent Comments