Home প্রযুক্তি উইকিপিডিয়াকে ভর্ৎসনা ভারতীয় হাইকোর্টের, নেপথ্যে কী?

উইকিপিডিয়াকে ভর্ৎসনা ভারতীয় হাইকোর্টের, নেপথ্যে কী?

দখিনের সময় ডেস্ক:
‘যদি ভারত আপনাদের পছন্দের তালিকায় না আসে তাহলে এ দেশ ছেড়ে দিন।’ বিশ্বের স্বনামধন্য ব্যক্তি ও সংস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী সংস্থা উইকিপিডিয়াকে এভাবেই ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। শুধু তাই নয়, আদালত অবমাননার অভিযোগ তুলে কড়া সুরে জানানো হয়েছে, এভাবে চললে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হবে উইকিপিডিয়াকে ‘ব্লক’ করার জন্য।
গোটা ঘটনার সূত্রপাত এক মানহানির মামলাকে কেন্দ্র করে। অন্যান্য একাধিক সংস্থার পাশাপাশি সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রোফাইল রয়েছে উইকিপিডিয়ায়। অভিযোগ উঠেছে, সেখানে তাদের সম্পর্কে এমন কিছু তথ্য যোগ করা হয়েছে, যা শুধু অপমানজনক নয়, অত্যন্ত আপত্তিকর। সরকারের পৃষ্টপোষক বলে অভিযোগ করার পাশাপাশি এএনআই প্রসঙ্গে সেখানে লেখা হয়েছিল, বর্তমান সরকারের ‘প্রোপাগান্ডা টুল’ বা ‘অপপ্রচারের অস্ত্র’। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উইকিপিডিয়ায় বিরুদ্ধে মানহানি মামলা করে এএনআই।
যার ভিত্তিতে আদালতের পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়, উইকিপিডিয়ায় এএনআই সংক্রান্ত তথ্য সংশোধনে কার হাত? যদিও উইকিপিডিয়া এই বিষয়ে কোনও জবাব দেয়নি। এরপরই উচ্চ আদালতে মানহানি মামলা দায়ের হয়।
সেই মামলায় উইকিপিডিয়ায় আইনজীবী বলেন, আমরা কিছু তথ্য ইতোমধ্যে দিয়েছি। তবে, সংস্থার পক্ষ থেকে কাউকে আদালতে পেশ করতে আমাদের কিছুটা সময় দেওয়া হোক। কারণ আমাদের সংস্থার কাজকর্ম ভারত থেকে পরিচালিত হয় না। এই মন্তব্যেই ক্ষুব্ধ হন বিচারপতি নবীন চাওলা। তিনি বলেন, এর আগেও এই ধরনের যুক্তি পেশ করা হয়েছে আপনাদের পক্ষ থেকে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পাশাপাশি আদালত বলেন, আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেব। এই মামলায় এই যুক্তি গ্রহণযোগ্য নয় যে উইকিপিডিয়া ভারত থেকে চলে কি না। এখানে আপনাদের ব্যবসা বন্ধ করে দেব। সরকারকে নির্দেশ দেব উইকিপিডিয়াকে ব্লক করে দেওয়ার জন্য। এর আগেই এমন বক্তব্য পেশ করেছিলেন আপনারা। যদি ভারত আপনাদের পছন্দের জায়গা না হয় তাহলে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এরপরই আদালত অবমাননার নোটিশ দেওয়া হয় উইকিপিডিয়াকে। আগামী অক্টোবর মাসে মামলার পরবর্তী শুনানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments