Home প্রযুক্তি ফোন চার্জ হতে দেরি হয় কেন?

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক:
ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা যায়, মোবাইলে ঠিক মতো চার্জ হচ্ছে না। ফুল চার্জ দিলেও কিছুক্ষণেই তা ৩০-৪০ শতাংশে নেমে আসে। তবে এবার জেনে নেওয়া যাক যেসব কারণে ফোনে চার্জ দেরিতে হয় –
চার্জার বা ক্যাবলের মান খারাপ: নিম্নমানের চার্জার বা ক্যাবল ব্যবহার করলে চার্জের গতি কমে যেতে পারে। ফোনের সাথে আসল চার্জার বা ভালো মানের ফাস্ট চার্জার ব্যবহার করা উচিত।
নিম্ন ক্ষমতার অ্যাডাপ্টার: অনেক সময় ফোনের প্রয়োজনীয় পাওয়ার আউটপুট দিতে পারে না এমন চার্জার ব্যবহার করা হলে ফোনের চার্জ হতে অনেক সময় লাগে।
ইউএসবি পোর্টের সমস্যা: চার্জারের ইউএসবি পোর্ট বা ক্যাবলের সংযোগস্থলে কোনো সমস্যা থাকলে চার্জ ধীর হতে পারে। এমনকি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে চার্জ দিলে গতি কম হয়।
ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ চালু থাকা: যদি ফোনে একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, তবে তা অতিরিক্ত পাওয়ার ব্যবহার করে। ফলে চার্জ ধীরগতিতে হতে পারে।
ব্যাটারি সমস্যা: ফোনের ব্যাটারির বয়স বা কার্যকারিতা কমে গেলে চার্জ নেওয়ার গতি কমে যেতে পারে। অনেক সময় ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজন হতে পারে।
চার্জিং পোর্টে ময়লা জমে থাকা: ফোনের চার্জিং পোর্টে যদি ময়লা বা ধুলো জমে থাকে, তবে চার্জ ঠিকমতো হতে পারে না।
উচ্চ তাপমাত্রা: ফোন অতিরিক্ত গরম হলে ফোনের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এটি চার্জ নেওয়া ধীর করে দেয়। এতে চার্জের গতি কমে যায়। ফোন গরম হওয়ার কারণ হতে পারে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ চালানো, গেমিং, বা সরাসরি সূর্যের আলোতে ফোন রাখা।
এই সব কারণ ছাড়াও, বিশেষ কিছু পরিস্থিতিতে ফোনের চার্জ ধীরগতি হতে পারে, তাই সমস্যার উৎস নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments