Home প্রযুক্তি ফোন চার্জ হতে দেরি হয় কেন?

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক:
ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা যায়, মোবাইলে ঠিক মতো চার্জ হচ্ছে না। ফুল চার্জ দিলেও কিছুক্ষণেই তা ৩০-৪০ শতাংশে নেমে আসে। তবে এবার জেনে নেওয়া যাক যেসব কারণে ফোনে চার্জ দেরিতে হয় –
চার্জার বা ক্যাবলের মান খারাপ: নিম্নমানের চার্জার বা ক্যাবল ব্যবহার করলে চার্জের গতি কমে যেতে পারে। ফোনের সাথে আসল চার্জার বা ভালো মানের ফাস্ট চার্জার ব্যবহার করা উচিত।
নিম্ন ক্ষমতার অ্যাডাপ্টার: অনেক সময় ফোনের প্রয়োজনীয় পাওয়ার আউটপুট দিতে পারে না এমন চার্জার ব্যবহার করা হলে ফোনের চার্জ হতে অনেক সময় লাগে।
ইউএসবি পোর্টের সমস্যা: চার্জারের ইউএসবি পোর্ট বা ক্যাবলের সংযোগস্থলে কোনো সমস্যা থাকলে চার্জ ধীর হতে পারে। এমনকি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে চার্জ দিলে গতি কম হয়।
ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ চালু থাকা: যদি ফোনে একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, তবে তা অতিরিক্ত পাওয়ার ব্যবহার করে। ফলে চার্জ ধীরগতিতে হতে পারে।
ব্যাটারি সমস্যা: ফোনের ব্যাটারির বয়স বা কার্যকারিতা কমে গেলে চার্জ নেওয়ার গতি কমে যেতে পারে। অনেক সময় ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজন হতে পারে।
চার্জিং পোর্টে ময়লা জমে থাকা: ফোনের চার্জিং পোর্টে যদি ময়লা বা ধুলো জমে থাকে, তবে চার্জ ঠিকমতো হতে পারে না।
উচ্চ তাপমাত্রা: ফোন অতিরিক্ত গরম হলে ফোনের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এটি চার্জ নেওয়া ধীর করে দেয়। এতে চার্জের গতি কমে যায়। ফোন গরম হওয়ার কারণ হতে পারে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ চালানো, গেমিং, বা সরাসরি সূর্যের আলোতে ফোন রাখা।
এই সব কারণ ছাড়াও, বিশেষ কিছু পরিস্থিতিতে ফোনের চার্জ ধীরগতি হতে পারে, তাই সমস্যার উৎস নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা জোগাবে : জাতিসংঘে ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময়...

জাতিসংঘে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য। সেগুলো হচ্ছে— দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।...

Recent Comments