Home প্রযুক্তি নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো

নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো

দখিনের সময় ডেস্ক:
অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করে দেন বা ফোনটি বদলে নেন। পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার সময় কিছু বিষয় জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সঠিক ফোন বেছে নেওয়া যায়। তবে মনে রাখতে হবে পুরোনো ফোন বিক্রির বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন।
যদি ফোনে ব্যক্তিগত তথ্য থেকে যায় ডিলিট না করেন তা হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি সবারই জানা আছে। তাই পুরোনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলি অবশ্যই করে রাখুন।
বাজেট নির্ধারণ করা: ফোন কেনার আগে বাজেট নির্ধারণ করা অত্যন্ত জরুরি। অনেক সময় অতিরিক্ত ফিচার দেখে বেশি খরচ করা হয়ে যায়। তাই কী ফিচার চান এবং তার মূল্য কত হতে পারে, তা আগে ঠিক করে নিন।
ফিচার প্রয়োজনীয়তা বোঝা: আপনার কি ধরনের ফিচার দরকার তা বোঝা জরুরি। ক্যামেরা ভালো চাই, না কি ব্যাটারির ব্যাকআপ বেশি দরকার? প্রসেসর কেমন হবে বা কতটা স্টোরেজ প্রয়োজন- এই বিষয়গুলোও ঠিক করে নিন। ফোনের র‍্যাম, স্টোরেজ, ক্যামেরার মেগাপিক্সেল, ব্যাটারি ক্ষমতা, ডিসপ্লের রেজোলিউশন, ইত্যাদি দেখে সিদ্ধান্ত নিন।
অপারেটিং সিস্টেম নির্বাচন: অ্যান্ড্রয়েড এবং আইওএস হলো দুটি প্রধান অপারেটিং সিস্টেম। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অভ্যস্ত হন তবে নতুন অ্যান্ড্রয়েড ফোন নিন। তবে আইফোন ব্যবহার করতে চাইলে নতুন আইওএস সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিন।
ব্যাটারি লাইফ ও চার্জিং সুবিধা: ফোনের ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, তা যাচাই করা জরুরি। বড় ব্যাটারির ফোনে চার্জ দীর্ঘস্থায়ী হয়। পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধা (ফাস্ট চার্জিং) আছে কি না, সেটাও দেখে নিন।
ক্যামেরার গুণগত মান: ফোনের ক্যামেরা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। শুধু মেগাপিক্সেলের দিকে না তাকিয়ে, ক্যামেরার সেন্সর, লেন্সের মান, ফোকাসিং এবং কম আলোতে ছবি তোলার ক্ষমতা যাচাই করে নিন।
স্টোরেজ ক্ষমতা: আপনার ছবি, ভিডিও, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ফাইল সংরক্ষণের জন্য ফোনে পর্যাপ্ত স্টোরেজ থাকা দরকার। আজকাল বেশিরভাগ ফোনে ৬৪জিবি থেকে ২৫৬জিবি বা তার বেশি স্টোরেজ থাকে। এছাড়া মেমোরি কার্ড সাপোর্ট করে কি না, তাও দেখুন।
দাম ও বিক্রয় পরবর্তী সেবা: বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের ফোনের দাম তুলনা করুন। এছাড়া বিক্রয় পরবর্তী সেবা যেমন ওয়ারেন্টি, সার্ভিস সেন্টারের সুযোগ-সুবিধা কেমন, তা দেখে নিন।
ব্যবহারকারীর রিভিউ ও রেটিং পড়ুন: নতুন ফোন কেনার আগে অনলাইন রিভিউ এবং রেটিং দেখে নিন। এতে ফোনের পারফরম্যান্স, সমস্যা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এই বিষয়গুলো মনে রেখে নতুন ফোন কিনলে আপনি একটি মানসম্মত ফোন পাবেন, যা আপনার প্রয়োজনীয়তা পূরণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো

দখিনের সময় ডেস্ক: অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করে দেন বা ফোনটি বদলে নেন। পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার সময়...

খেজুর ভেজানো পানি খেলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: খেজুর সবচেয়ে জনপ্রিয় শুকনো ফলের মধ্যে অন্যতম। এর স্টিকি টেক্সচার এবং প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ সবাই পছন্দ করেন। সেইসঙ্গে এটি প্রয়োজনীয় ভিটামিন এবং...

যে কারণে জামিন না পেয়ে কারাগারে মাহমুদুর রহমান

দখিনের সময় ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন পাননি। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে...

ছেলের জন্মদিনের অপুর বাসায় শাকিব খান

দখিনের সময় ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের গর্ভে ধারণ করা ছেলে আব্রাম খান জয়কে কতটা ভালোবাসেনস শাকিব খান, তা স্পষ্ট। অনুরাগীরা মনে করছেন, ছেলের জন্মদিনের...

Recent Comments