Home শীর্ষ খবর শত শত শিক্ষক ভিসি হতে চান, শিক্ষা উপদেষ্টার ক্ষোভ

শত শত শিক্ষক ভিসি হতে চান, শিক্ষা উপদেষ্টার ক্ষোভ

দখিনের সময় ডেস্ক:
বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না। কেউ ভিসি, কেউ প্রো-ভিসি হতে চান। ক্ষোভের সঙ্গে এ মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা।
উন্নয়ন প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে। তাই সময় লাগছে। বেসরকারি খাতের বিনিয়োগ কম হওয়ায় প্রকল্প ধীরগতিতে এগুলে অর্থপ্রবাহ বাড়বে না। অর্থপ্রবাহ বাড়াতে আগের প্রকল্পের কাজ এগোতে হবে। নতুন কিছু প্রকল্প হাতে নিতে হবে। তবে, চলমান প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধির আগে এর ব্যয় খতিয়ে দেখা হচ্ছে।একজন সরকারি কর্মকর্তা ৩টি গাড়ি ব্যবহার করেন উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নিজের গাড়ি টেকে বেশি দিন, কিন্তু সরকারি গাড়ি দ্রুত নষ্ট ও অপচয় হয়। সারা দেশে কতগুলো গাড়ি আছে তার একটা হিসাব করব। খুব শিগগিরই আমরা তথ্য জোগাড় করব। কত গাড়ি কীভাবে ব্যবহার হয়, কারা ব্যবহার করে- সব হিসাব হবে।
প্রকল্পের আওতায় বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা গাড়ি কেনার চেয়ে সিটি করপোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বৃদ্ধি, পার্ক ও লাইব্রেরি নির্মাণ, জলাধার তৈরির উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এতদিন সরকারি প্রকল্পের আওতায় সারা দেশে কতগুলো গাড়ি কেনা হয়েছে, সেগুলো কোথায় আছে, কীভাবে ব্যবহার হচ্ছে, সব খতিয়ে দেখবে সরকার। প্রকল্প শেষ হলে গাড়িগুলো কেন আর খুঁজে পাওয়া যায় না, সবকিছু যাচাই-বাছাই করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে টাস্কফোর্স গঠন

দখিনের সময় ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি, সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে এ ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত...

তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দখিনের সময় ডেস্ক: আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির...

শত শত শিক্ষক ভিসি হতে চান, শিক্ষা উপদেষ্টার ক্ষোভ

দখিনের সময় ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না। কেউ ভিসি, কেউ প্রো-ভিসি হতে চান। ক্ষোভের সঙ্গে এ মন্তব্য করেছেন...

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, ৫০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দখিনের সময় ডেস্ক: প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর আছে। প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রায় ৫০০ কোটি টাকার অনুদান দিচ্ছে বিশ্বকাপ। ইউনিসেফ ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই)...

Recent Comments