Home বরিশাল বিলামের বাজার এখন মাদকের হাট, র‌্যাব-পুলিশ নির্বিকার!

বিলামের বাজার এখন মাদকের হাট, র‌্যাব-পুলিশ নির্বিকার!

ইউনিয়ন প্রতিনিধি:
বরিশাল শহর থেকে খুব দূরে নয়, হাতেম আলী কলেজ  থেকে খানিকটা পশ্চিমে সিএন্ডবি চৌমাথা থেকে পশ্চিম দিকে গেছে নবগ্রাম রোড। এই নবগ্রাম রোড দিয়ে প্রায় ৬ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত বিলামের বাজার। বিআইপির সেøাইজ গেটকে কেন্দ্র করে প্রথমে এই এলাকার নাম হয়েছে বিলামের পুল। পরে প্রধান সড়কের দুইপাশ জুড়ে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান। ফলে ধীরেধীরে স্থানীয়ভাবে যার নাম হয়ে যায় বিলামের বাজার। আর গত প্রায় বছর খানেক ধরে এই বিলামের বাজার পরিণত হয়েছে, মাদকের হাট-বাজারে।
বিলামের বাজারে সন্ধ্যার পরই শুরু হয় অবৈধ মাদক বেচা-কেনা। যা সবাই জানে। কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না। এরপরও থানা পুলিশসহ নানান বিভাগের পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বরিশাল অফিস এবং র‌্যাব-৮ নির্বিকার! সূত্র বলছে, বিলামের বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদকের হাট এরই মধ্যে বরিশাল নগরীর অন্যান্য মাদক স্পটকে প্রায় ছাড়িয়েগেছে। এই মাদক স্পটে অন্তত ৫ জন পাইকারী এবং প্রায় অর্ধশত খুচরা বিক্রেতা রয়েছে। এরা নানান পেশার লোক হিসেবে পরিচিত। কেউ মহুরী, কেউ সেনিটারী মিস্ত্রি, কেউ আবার অটো চালক হিসেবে পরিচয় দেয়। কিন্তু এদের আসল পরিচয় এখন আর এলাকাবাসীর কাছে গোপন নেই।
জানাগেছে, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং অবস্থানগত সুবিধার জন্য মাদক ব্যবসায়ী চক্র বিলামের বাজারকে বেছে নিয়েছে। আর এই ‘মাদক হাটের’ অকল্পনীয় প্রসার ঘটে ২০২৩ সালের ডিসেম্বর মাসে এস এম মাসুদ আলম চৌধুরী  এয়ারপোর্ট থানার ওসি হিসেবে যোগদান করার পর। তিনি এই পদে ছিলেন ২০২৪ এর ৩০ জুলাই পর্যন্ত। বিলামের বাজারে পুলিশের পক্ষ থেকে মাদক কারবারীদের প্রটেকশন  দেয়া এবং বখড়া আদায়ের দায়িত্বে ছিলেন এএসআই প্রশান্ত। তার সহযোগী ছিলেন আরো কয়েকজন। যাদেরকে ওসি হিসেবে যোগদান করার পর লোকমান হোসেন বিএমপি কমিশনারকে অনুরোধ করে সড়িয়ে দেন।

গুরুদন্ড হিসেবে চাকরীচ্যূত মো: আলমগীর হোসেন

এদিকে একটি সূত্র বলছে, এস এম মাসুদ আলম চৌধুরী এয়ারপোর্ট থানার ওসি হবার পর কেবল বিলামের বাজার এলাকা নয়, থানা এলাকায় আরো কয়েকটি মাদক স্পটের প্রসার ঘটে। একই সময় বরিশাল মেট্্েরাপলিটন পুলিশ (বিএমপি)-এর গোয়েন্দা শাখার ওসি ছিলেন মো: আলমগীর হোসেন। গুরুতর দন্ড হিসেবে তাকে ৩০ মে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। এর কয়েকদিন আগে তাকে বিএমপি থেকে সরিয়ে দেন তৎকালীন কমিশনার জিহাদুল কবির।

এয়ারপোর্ট থানার সাবেক ওসি এস এম মাসুদ আলম চৌধুরী, যার সময় মাদক কারবার সীমা ছাড়ায়

উল্লেখ্য, সরকার পরিবর্তন হলেও মাদক ব্যবসার কোন পরিবর্তন হয়নি। বরং অধিকতর জমজমাট হয়েছে। তবে এখন আর পুলিশকে বখড়া দিতে হয় না বলে জানাগেছে। কারণ ৫ আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ অনেকটা ঘরবন্দী অবস্থায় আছে। এদিকে র‌্যাবের এক কর্মকর্তা দৈনিক দখিনের সময় প্রতিনিধিকে জানান, র‌্যাব মূলত বড় চালান নিয়ে কাজ করে। ছোটখাটো বিষয়ে নজর দেয় না। এই সব বাস্তবতায় বিলামের বাজার এলাকায় গড়ে ওঠা মাদকের হাট চলছে বাধাহীনভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮

দখিনের সময় ডেস্ক: পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের...

বিলামের বাজার এখন মাদকের হাট, র‌্যাব-পুলিশ নির্বিকার!

ইউনিয়ন প্রতিনিধি: বরিশাল শহর থেকে খুব দূরে নয়, হাতেম আলী কলেজ  থেকে খানিকটা পশ্চিমে সিএন্ডবি চৌমাথা থেকে পশ্চিম দিকে গেছে নবগ্রাম রোড। এই নবগ্রাম রোড...

‍এনজিও কেন নেই সংস্কারের ধারায়?

দখিনের সময় ডেস্ক: বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়েছে ‍এনজিও। নতুন করে আবার আলোচনায় ‍এসেছে। এনজিওগুলো কেন সংস্কারের ধারায় সংযুক্ত হয়নি? ‍এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এনজিও নিয়ে...

বাজারমূল্যে বিপাকে মানুষ, বাজার বিশ্লেষকদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: চাল, শাক-সবজি, ডিম ও ব্রয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষকে আরো বিপাকে ফেলেছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাজার বিশ্লেষকরা...

Recent Comments