Home লাইফস্টাইল আপনার কোন অভ্যাসগুলো ক্ষতিকর জেনে নিন

আপনার কোন অভ্যাসগুলো ক্ষতিকর জেনে নিন

দখিনের সময় ডেস্ক:
আমরা প্রতিদিন যা করি, সেগুলোই আমাদের অভ্যাস। ভালো অভ্যাস যেমন শরীর ও মনের জন্য সুফল বয়ে আনে তেমনই খারাপ অভ্যাস নিয়ে আসে ক্ষতি। আমাদের এমনকিছু অভ্যাস রয়েছে যেগুলো আসলে ক্ষতিকর। কিন্তু আমরা সচেতন থাকি না বলে তা টের পাই না। যখন এর ক্ষতিকর দিক প্রকাশ হতে থাকে ততক্ষণে দেরি হয়ে যায়। তাই আগেভাগে সচেতন হওয়া জরুরি। সেসব অভ্যাস ত্যাগ করে ভালো অভ্যাস গড়ে নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক আপনার কোন অভ্যাসগুলো ক্ষতিকর-
১. স্বাস্থ্যকর খাবার না খাওয়া: আপনি যা খান তা সরাসরি শক্তির মাত্রা, মেজাজ এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে প্রভাবিত করে। জাঙ্ক ফুড লোভনীয় হতে পারে, তবে এই খাবারের ওপর নির্ভর করার ফলে পুষ্টির ঘাটতি, ওজন বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপের মতো গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে। শাক-সবজি, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত সুষম খাদ্য সুস্থতার জন্য অপরিহার্য।
২. ত্বকের যত্নে অবহেলা: ত্বকের যত্ন নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। ত্বক শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং ক্ষতিকারক উপাদানের বিরুদ্ধে একটি বাধা হিসাবে কাজ করে। সানস্ক্রিন এড়িয়ে যাওয়া, ময়েশ্চারাইজার ব্যবহার না করা এবং সঠিকভাবে ত্বক পরিষ্কার না করা অকাল বার্ধক্য, শুষ্কতা এবং এমনকী ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে।
৩. অসময়ে খাওয়া: অনিয়মিত খাদ্যাভ্যাস শরীরের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। মধ্যরাতের পরে অতিরিক্ত খাবার গ্রহণ করা বা খাবার বাদ দেওয়া বিপাক প্রক্রিয়া ব্যাহত করতে পারে। এই অভ্যাসের ফলে পেটের সমস্যা হতে পারে এবং সম্ভাব্য ওজন বৃদ্ধি পেতে পারে। সামঞ্জস্যপূর্ণ খাবার সময় বজায় রাখুন। এটি আপনার শক্তির মাত্রা এবং স্বাস্থ্যকর বিপাক রক্ষণাবেক্ষণে সহায়তা করবে।
৪. ভুলভাবে বসা: আমাদের বসার ভঙ্গির ওপরেও অনেককিছু নির্ভর করে। ভুল ভঙ্গিতে বসলে তা কেবল ব্যাক পেইনেরই সৃষ্টি করে না, সেইসঙ্গে এটি মেজাজ, শক্তি এবং আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। ধীরে ধীরে এটি দীর্ঘস্থায়ী ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা এবং এমনকী হজমের সমস্যার কারণ হতে পারে। এই দীর্ঘমেয়াদী সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য প্রত্যেকেরই সঠিকভাবে বসা এবং দাঁড়ানো নিশ্চিত করতে হবে।
৫. মানসিক চাপ দূর না করা: দীর্ঘস্থায়ী মানসিক চাপ একটি নীরব ঘাতক। এটি কর্টিসলের মাত্রা বাড়ায়, ইমিউন সিস্টেমকে দুর্বল করে এবং হৃদরোগ ও বিষণ্ণতার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। ধ্যান বা শারীরিক ব্যায়ামের মতো স্ট্রেস-রিলিফ অনুশীলন করার অভ্যাস মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments