Home শীর্ষ খবর বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যার অভিযোগ

বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যার অভিযোগ

দখিনের সময় ডেস্ক:

বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, প্লিজেন্ট প্রোপার্টিজ নামে একটি কোম্পানির সঙ্গে নিজেদের জমিতে নির্মিত ভবনে ফ্ল্যাট পাওয়া নিয়ে তামিমের বিরোধ চলছিলো। এর জের ধরে, তার বাসায় আসে ২০ থেকে ২৫ জনের একটি দল। এসময় তামিমের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাদের। একপর্যায়ে তাঁকে পেটানো শুরু করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তামিমকে। তবে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তামিমের বাবা প্রকৌশলী সুলতান আহমেদ জানান, চুক্তি অনুযায়ী পাঁচটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল অবাসন প্রতিষ্ঠানটির। দুটি ফ্ল্যাট হস্তান্তরও করা হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন প্লিজেন্ট প্রোপার্টিজ। এর জেরেই প্রাণ গেল তামিমের।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, জমির মালিক ও আবাসন কোম্পানির মধ্যে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবাসন কোম্পানির প্রকৌশলীসহ তিন জনকে আটক করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এইচএসসি পাসেই নিয়োগ দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ

দখিনের সময় ডেস্ক: স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

বারবার ফোন হ্যাং হচ্ছে, সমাধান করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোন এমন একটি ডিভাইস যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি দিনের বেশিরভাগ সময় আমাদের সাথে থাকে। কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে অনেক সময়...

হৃদরোগের ঝুঁকি? জেনে নিন কারণ এবং প্রতিরোধ ব্যবস্থা

দখিনের সময় ডেস্ক: হৃদরোগ জীবনযাপনের পরিবর্তন এবং সক্রিয় স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধযোগ্য। সাধারণ ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে বয়স, পারিবারিক ইতিহাস, জাতি এবং লিঙ্গ। তবে এই কারণগুলো...

টি-টোয়েন্টি বিশ্বকাপঃ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলো বাংলাদেশে

দখিনের সময় ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ১০ বছরের জয়-খরা কাটায় বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে এবং  এবার...

Recent Comments