Home আন্তর্জাতিক ইসরায়েলের পরিকল্পনায় আতঙ্কে মধ্যপ্রাচ্যের ৮ দেশ

ইসরায়েলের পরিকল্পনায় আতঙ্কে মধ্যপ্রাচ্যের ৮ দেশ

দখিনের সময় ডেস্ক:
ইসরায়েলের মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সপ্তাহের শুরুর দিকে গণমাধ্যমে আয়োজিত টকশোতে দখলদার রাষ্ট্রটির সীমানা ইউফ্রেটিস থেকে দামেস্ক পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার পক্ষে বেপরোয়াভাবে যুক্তি তুলে ধরেন। এতে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া এবং সমালোচনার ঝড় উঠে।
‘বৃহত্তর ইসরায়েল’ বা গ্রেটার ইসরায়েল হচ্ছে ইহুদিবাদীদের একটি সম্প্রসারণবাদী এবং আঞ্চলিক পূর্ণাঙ্গতার ধারণা, যা পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা জুড়ে জায়োনিস্ট বা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার একটি মহাকারসাজি। এই পরিকল্পনাটি জায়োনিজমের মতোই পুরোনো এবং এর প্রতিষ্ঠাতা থিওডর হার্টজল ১৯ শতকের শেষ দিকে এটিকে উপস্থাপন করেছিলেন। বর্তমান সময়েও অনেক ইসরায়েলি রাজনীতিবিদ এই ধরনের ধারণার সমর্থক এবং বাহক।
বর্ণবাদী এবং ফ্যাসিবাদী ভাষণ দেয়ার জন্য সমালোচিত স্মোট্রিচ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রামাণ্যচিত্র ‘ইন ইসরায়েল: মিনিস্টারস অফ কেয়াস’ এর উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। তিনি দাবি করেন, জায়োনিস্ট মতবাদ অনুযায়ী, ভূমধ্যসাগর থেকে জর্ডান নদীর ওপার পর্যন্ত বিস্তৃত ‘বৃহত্তর ইসরায়েল’ এর যে সীমান্ত রয়েছে তা ধীরে ধীরে তেল আবিবের অন্তর্ভুক্ত করা হবে এবং এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী এবং বিশ্বাসজন স্মোট্রিচ বলেন, ‘অবশ্যই মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র করা হবে। তবে তা ধীরে বাস্তবায়িত হবে।’
ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ইসরায়েলের ‘সীমানা’ বাড়ানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি এই কথা বলেন। ‘আমাদের মহান ধর্মগুরু এবং ঋষিরা বলতেন, জেরুজালেমের ভবিষ্যৎ সীমারেখা দামেস্ক পর্যন্ত বিস্তৃত হবে। সংবাদমাধ্যম প্রেসটিভি ইরানে প্রকাশিত আলিরেজা আকবারির নিবন্ধে এমনটি উঠে এসেছে।
স্মোট্রিচের এই মন্তব্য আসে গাজা এবং লেবাননের ওপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের মধ্যে। ইতোমধ্যে লেবাননের ওপর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত দুই হাজারের এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর গাজায় এক বছর ধরে চলা হামলায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজা উপত্যকায় ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments