Home লাইফস্টাইল শিশুদের ফ্লু এবং করনীয়

শিশুদের ফ্লু এবং করনীয়

দখিনের সময় ডেস্ক:
ভোরের দিকে প্রায়ই শীত শীত করে। এই আবহাওয়া পরিবর্তনের সময় শিশুদের নানা রোগবালাই হয়। জ্বর-ঠান্ডা, সর্দি–কাশি লেগেই থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ অবস্থার জন্য দায়ী থাকে। ভাইরাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে যে সংক্রমণ হয়, তাকে বলে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। এ সময় সারা পৃথিবীতেই সিজনাল ফ্লুর প্রকোপ দেখা যায়। শীতকালে তা বেড়ে যায় অনেক গুণ। জ্বর-ঠান্ডার পাশাপাশি আরও দেখা যায় গলাব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকার মতো সমস্যা, বেশি জটিল হয়ে গেলে নিউমোনিয়ার মতো মারাত্মক আকার ধারণ করতে পারে।
এ ছাড়া ফ্লু ভাইরাসের জটিলতা মস্তিষ্ক, হৃৎপিণ্ডকে পর্যন্ত আক্রান্ত করতে পারে। এমনকি খুবই কমসংখ্যক হলেও এতে মৃত্যুঝুঁকি রয়েছে। সব বয়সের মানুষ ফ্লুতে আক্রান্ত হলেও জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে শিশু ও বয়স্করা। তাই তাদের ক্ষেত্রেই ফ্লু প্রতিরোধ করা প্রয়োজন বেশি। সাধারণত ৫ বছর বয়সের নিচের শিশু, বিশেষত যাদের বয়স ২–এর নিচে অথবা যেসব শিশু অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগে থাকে, তাদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করতে পারে ফ্লু। পিতা–মাতারা সন্তানকে ফ্লুর থেকে সুরক্ষা দিতে প্রতিষেধক টিকা দিতে পারেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, ছয় মাস এবং তদূর্ধ্ব বয়সী শিশুদের বয়স উপযোগী ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া উচিত।
সর্বোচ্চ সুরক্ষা পেতে প্রতিবছরই একটি নির্দিষ্ট সময়ে ফ্লুর টিকা বা ভ্যাকসিন দেওয়া উচিত। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফ্লুর টিকা দেওয়া হয়ে থাকে। তবে ছয় মাসের ওপরে শিশুদের অক্টোবর মাসের শেষ দিকে এই টিকা দেওয়া উত্তম। কোনো কোনো শিশুর বছরে দুই ডোজ টিকাও লাগতে পারে। সে ক্ষেত্রে জুলাই-আগস্ট মাসের দিকে প্রথম ডোজ দিয়ে পরবর্তী ডোজ সেপ্টেম্বর-অক্টোবরে দেওয়া যায়। এ ক্ষেত্রে দেখতে হবে দুই ডোজের মাঝে যেন কমপক্ষে চার সপ্তাহের বিরতি থাকে। সাধারণত ভ্যাকসিন দেওয়ার দুই সপ্তাহ পর ফ্লুর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। ভ্যাকসিন নেওয়ার পরও অনেকে ফ্লুতে আক্রান্ত হতে পারে। তবে সে ক্ষেত্রে তীব্রতা ও জটিলতা সাধারণত কম হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আশুলিয়ায় বাসাবাড়িতে ডাকাতি

দখিনের সময় ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটসহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) ভোর...

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে ডিপিই ঘেরাও

দখিনের সময় ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ পরীক্ষার তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)...

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-মামুন-জিয়াউল

দখিনের সময় ডেস্ক: পরিবহন শ্রমিক সোহেলকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার...

আট জাতীয় দিবস বাতিল হচ্ছে

দখিনের সময় ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ, ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার। আজ বুধবার অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড...

Recent Comments