Home লাইফস্টাইল শিশুদের ফ্লু এবং করনীয়

শিশুদের ফ্লু এবং করনীয়

দখিনের সময় ডেস্ক:
ভোরের দিকে প্রায়ই শীত শীত করে। এই আবহাওয়া পরিবর্তনের সময় শিশুদের নানা রোগবালাই হয়। জ্বর-ঠান্ডা, সর্দি–কাশি লেগেই থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ অবস্থার জন্য দায়ী থাকে। ভাইরাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে যে সংক্রমণ হয়, তাকে বলে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। এ সময় সারা পৃথিবীতেই সিজনাল ফ্লুর প্রকোপ দেখা যায়। শীতকালে তা বেড়ে যায় অনেক গুণ। জ্বর-ঠান্ডার পাশাপাশি আরও দেখা যায় গলাব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকার মতো সমস্যা, বেশি জটিল হয়ে গেলে নিউমোনিয়ার মতো মারাত্মক আকার ধারণ করতে পারে।
এ ছাড়া ফ্লু ভাইরাসের জটিলতা মস্তিষ্ক, হৃৎপিণ্ডকে পর্যন্ত আক্রান্ত করতে পারে। এমনকি খুবই কমসংখ্যক হলেও এতে মৃত্যুঝুঁকি রয়েছে। সব বয়সের মানুষ ফ্লুতে আক্রান্ত হলেও জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে শিশু ও বয়স্করা। তাই তাদের ক্ষেত্রেই ফ্লু প্রতিরোধ করা প্রয়োজন বেশি। সাধারণত ৫ বছর বয়সের নিচের শিশু, বিশেষত যাদের বয়স ২–এর নিচে অথবা যেসব শিশু অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগে থাকে, তাদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করতে পারে ফ্লু। পিতা–মাতারা সন্তানকে ফ্লুর থেকে সুরক্ষা দিতে প্রতিষেধক টিকা দিতে পারেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, ছয় মাস এবং তদূর্ধ্ব বয়সী শিশুদের বয়স উপযোগী ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া উচিত।
সর্বোচ্চ সুরক্ষা পেতে প্রতিবছরই একটি নির্দিষ্ট সময়ে ফ্লুর টিকা বা ভ্যাকসিন দেওয়া উচিত। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফ্লুর টিকা দেওয়া হয়ে থাকে। তবে ছয় মাসের ওপরে শিশুদের অক্টোবর মাসের শেষ দিকে এই টিকা দেওয়া উত্তম। কোনো কোনো শিশুর বছরে দুই ডোজ টিকাও লাগতে পারে। সে ক্ষেত্রে জুলাই-আগস্ট মাসের দিকে প্রথম ডোজ দিয়ে পরবর্তী ডোজ সেপ্টেম্বর-অক্টোবরে দেওয়া যায়। এ ক্ষেত্রে দেখতে হবে দুই ডোজের মাঝে যেন কমপক্ষে চার সপ্তাহের বিরতি থাকে। সাধারণত ভ্যাকসিন দেওয়ার দুই সপ্তাহ পর ফ্লুর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। ভ্যাকসিন নেওয়ার পরও অনেকে ফ্লুতে আক্রান্ত হতে পারে। তবে সে ক্ষেত্রে তীব্রতা ও জটিলতা সাধারণত কম হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments