Home শীর্ষ খবর শেখ হাসিনা পালায় না, ভেগে যায়: আমান উল্লাহ আমান

শেখ হাসিনা পালায় না, ভেগে যায়: আমান উল্লাহ আমান

দখিনের সময় ডেস্ক:
‘শেখ হাসিনা পালায় না, ভেগে যায়’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও অবিভক্ত কেরানীগঞ্জের চারবারের এমপি আমান উল্লাহ আমান। সোমবার (২১ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের আঁটি বাজার ও হযরতপুর ব্রিজের বন্ধ হওয়া কাজ চালু করার জন্য সওজ প্রকৌশলী দলের সঙ্গে অসম্পূর্ণ সেতুগুলি পরিদর্শন শেষে হযরতপুর ব্রিজে এক জনসভায় তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে লুটপাট আর জুলুম চালিয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। দুদিন আগেও পালাবেন না বলে ঘোষণা দিয়েও তিনি ভেগে গেছেন। তিনি আরও বলেন, এই কেরানীগঞ্জে চার বার আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। তার প্রতিদানে কেরানীগঞ্জে হাসনাবাদ, কদমতলী, ওয়াশপুর ও আলীপুরে চারটি সেতু আমার নেতৃত্বে করেছি। এই সেতুর সঙ্গে রাস্তাঘাট নির্মাণ করার মধ্য দিয়ে কেরানীগঞ্জকে উন্নয়নের মহাসড়কে আমরা নিয়ে গেছি।
আমান উল্লাহ আমান আরও বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারকে আমরা সবাই সহায়তা করবো। যাতে করে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনে মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এই সরকারকে অস্থিতিশীল করার যে কোনো ধরনের চক্রান্তকে আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিহত করবো। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন এবং আপনাদের ভোটে আবারও বিএনপি ক্ষমতায় আসবে। তিনি আঁটি বাজার সেতু ও হযরতপুর সেতুর অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে সওজকে সাহায্য করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
উল্লেখ্য আটি-ঘাটারচর সেতু, ভাওয়াল সেতু এবং হযরতপুর সেতু ২০১৮ সালের সড়ক ও জনপথ বিভাগের একটি প্রকল্পের আওতায় ২০২০ সালে কাজ শুরু করে। ১৮ মাসে কাজ শেষ করার কথা থাকলেও কাজ শুরু হওয়ার ৪ বছর পরও কাজ শেষ হয়নি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেরানীগঞ্জের সাবেক জন প্রতিনিধিদের অসহযোগিতা ও ডিসি অফিস হতে জমি অধিগ্রহণ শেষ না করায় ভাওয়াল ব্রিজের কাজ শেষ করা গেলেও ঝুলে আছে এই দুই ব্রিজের কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments