Home শীর্ষ খবর নাম ধরে ডাকলেই চলে আসে বনের শিয়াল

নাম ধরে ডাকলেই চলে আসে বনের শিয়াল

দখিনের সময় ডেস্ক:
সকাল কিংবা সন্ধ্যা, ইচ্ছে হলেই ঝোপঝাড় থেকে লোকালয়ে বেরিয়ে আসে শিয়াল। জড়ো হতে থাকে স্থানীয় মনির বিশ্বাস মন্নুর চায়ের দোকানে। শত লোকের ভিড়ে বিশ্বস্ত মন্নুর চায়ের দোকানে খাবার খাওয়ার জন্য উঁকি দিতে থাকে তারা। তারা এলেই আদর করে পাউরুটি, কেক ও বিস্কুট খেতে দেন মন্নু। মাগুরার পৌর এলাকার ২নং ওয়ার্ডের পাঁচপাড়া এলাকায় প্রতিদিন সকাল-সন্ধ্যা দেখা যায় এমন দৃশ্য।
এ নিয়ে চা দোকানি মন্নু জানান, শখ করে তিনি শিয়ালগুলোর নাম রেখেছেন, কাম কামেনী, রস কামেনী, প্রেম ও মায়াবী। এই নামে ডাক দিলেই তার কাছে চলে আসে শিয়ালগুলো। তাদের সঙ্গে তার আত্মার সম্পর্ক। শুধু সন্ধ্যা নয়, সকাল হলেও শিয়ালগুলো তার দোকানের সামনে এসে বসে থাকে। তাকে না পেলে শিয়ালগুলো তার বাড়িতেও চলে যায় বলে জানান মন্নু।
শিয়ালের সঙ্গে তার এই বন্ধুত্ব এতোই মধুর যে অন্য কোথাও রাত্রিযাপন করেন না মন্নু । কোথাও গেলে তাদের কে খাওয়াবে- এই ভেবে কোথাও যান না তিনি। প্রাণীর প্রতি তার এমন ভালোবাসার কথা এখন গ্রামের মানুষের মুখে মুখে। মন্নুসহ গ্রামের সবাই ভালোবাসেন শিয়ালগুলোকে। কেউ দেখলে আঘাত করেন না। ভালোবেসে কাছে টেনে নেন সবাই। যে যেমন পারেন, তেমন করে তাদের খাওয়ান। তাই মানুষের ভালোবাসা পেয়ে প্রতিদিনই লোকালয়ে আসে শিয়ালগুলো। তবে মন্নু হয়ে উঠেছেন তাদের বিশ্বস্ত বন্ধু।
মন্নুর ভালোবাসার ডাকে সাড়া দেওয়া শিয়ালগুলো কখনো সাধারণ মানুষের বা কৃষকের বাড়িতে কোনো হাঁস, মুরগি বা গৃহপালিত কোনো পশু পাখি খায় না। মন্নুর প্রতিবেশী আজিজুল ইসলাম নামে এক দোকানি ঢাকা পোস্টকে বলেন, মন্নু যে শিয়ালগুলো পালে তারা খুব ভালো। রাত ১২-১টা পর্যন্ত মানুষের মাঝেই থাকে। তারা কারো কোনো ক্ষতি করে না।
মাগুরা জেলা বন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, যেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে, সেখানে বনের পশুর সঙ্গে সম্পর্ক এটা বিরল। এভাবেই আমরা সবার মাঝে মেসেজ দিতে চাই। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারলে পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে পৃথিবীতে থাকতে পারবে। বন্যপ্রাণীর সঙ্গে এমন সম্পর্ক জীব-বৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট...

জামায়াতের মতো আ. লীগের ওপর যাতে জুলুম না হয়: শফিকুর রহমান

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সুষ্ঠু বিচার হতে হবে। ন্যায় বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। তবে জামায়াতের...

‘রাষ্ট্রপতিকে পদ ছেড়ে যেতেই হবে’

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে জাতীয় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে৷ তাই তাকে তার পদ ছেড়ে যেতেই হবে—এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক...

নাম ধরে ডাকলেই চলে আসে বনের শিয়াল

দখিনের সময় ডেস্ক: সকাল কিংবা সন্ধ্যা, ইচ্ছে হলেই ঝোপঝাড় থেকে লোকালয়ে বেরিয়ে আসে শিয়াল। জড়ো হতে থাকে স্থানীয় মনির বিশ্বাস মন্নুর চায়ের দোকানে। শত লোকের...

Recent Comments