দখিনের সময় ডেস্ক:
কারাবন্দি সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি খাতে হাজার কোটি টাকা লুটপাট করেছেন। আইসিটি খাতে মেগা প্রকল্প বাস্তবায়ন, নিয়োগ বাণিজ্য আর বিশেষ বরাদ্দ টি-আর, কাবিখা-কাবিটা প্রকল্পের নামে অর্থ লুটেছেন। ওই অর্থে নিজ এলাকা নাটোরের সিংড়ায় নামে-বেনামে গড়েছেন বিপুল সম্পত্তি। স্ত্রী, শ্যালকসহ স্বজনদের নামেও গড়েছেন সম্পদের পাহাড়। এছাড়া রাজধানী ঢাকা এবং দেশের বাইরেও রয়েছে তার বিপুল সম্পদ।
শুধু তাই নয়, একক ক্ষমতা পাকাপোক্ত করতে দলের যোগ্য নেতাকর্মীদের পদবঞ্চিত করে অযোগ্য ব্যক্তি ও আত্মীয়স্বজন, এমনকি বিরোধী পক্ষকে দলে এনে বিতর্কেরও সৃষ্টি করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
এছাড়া হাসনাত আব্দুল্লাহ / অপসারণে নীতিগতভাবে সবাই একমত; বিচার বিভাগের পৃথক সচিবালয়ের প্রস্তাব পাঠাল সুপ্রিম কোর্ট; সড়ক ধরে হাঁটতে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে পড়ল প্রাইভেটকার; ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ সাবেক মন্ত্রীসহ ২০ জনকে; লাভজনক দেখিয়ে অবাস্তব প্রকল্প; ৮ দফা দাবিতে আন্দোলনে সিকৃবি শিক্ষার্থীরা; বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম; সাংবাদিকদের বিরুদ্ধে মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।