Home শীর্ষ খবর ভাঙারির ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, বেপরোয়া পল্লবীর আল ইসলাম

ভাঙারির ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, বেপরোয়া পল্লবীর আল ইসলাম

দখিনের সময় ডেস্ক:
মাদক কারবারে জড়িত আল ইসলামের বিরুদ্ধে রয়েছে হত্যা, হামলা, চাঁদাবাজিসহ নানা অভিযোগের অন্তত ডজনখানেক মামলা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি ভোল পাল্টে পল্লবীর আতঙ্কে পরিণত হয়েছেন এই দুই সহোদর। রাজধানীর পল্লবীতে চাঁদাবাজি, মাদক কারবার আর দখল মানেই আল ইসলাম! নিরীহ কারও জমি কেনার তথ্য পেলেই হাজির হতেন আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীরের লোকজন। নগদ চাঁদাবাজিতে সিদ্ধহস্ত দুই ভাই চাঁদা না পেলে হামলা করতেন। কখনো সাঙ্গপাঙ্গদের দিয়ে মিথ্যা মামলায় করতেন দিনের পর দিন হয়রানি। বাধ্য হয়ে অনেকে জমি ছেড়ে যেতেন।
সর্বশেষ বুধবার(৩০ অক্টোবর) রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই এর নেতৃত্ব দেন আল ইসলাম। সেখান থেকে ছুটে আসা একটি গুলিতে আয়েশা আক্তার নামে এক  গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই সময় নিজের বাড়িতেই ছিলেন।
চাঞ্চল্যকর এই ঘটনায় পল্লবীজুড়ে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। রাতেই সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত আল ইসলামকে আটক করে পল্লবী থানা পুলিশে সোপর্দ করে। সর্বশেষ বুধবার রাত ১২ টার খবর অনুযায়ী, গৃহবধূর মৃত্যুর ঘটনায় আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর বিভাগ পুলিশ বলছে, দুই গ্রুপের মাদকের কারবার ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘটিত গোলাগুলিতে নিরীহ গৃহবধু হত্যাকাণ্ডের আল ইসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য মিলেছে। এছাড়া তার বিরুদ্ধে পল্লবীসহ অন্যান্য থানায় অস্ত্র, মাদক, জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান বলেন, আল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গুলিতে নারীর মৃত্যুর ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি ঘটনাস্থালে উপস্থিত ছিলেন, হাইড (আড়াল) থেকে ঘটনার নেতৃত্ব দিয়েছেন। আল ইসলামসহ আমরা বেশ কিছু নাম জেনেছি। ওই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রমাণের ভিত্তিতে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পল্লবী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় বেড়ে ওঠা আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীর এক সময় নিজেরা ভাঙারি মালামাল কেনা-বেঁচা করতেন। তবে এর আড়ালে তারা শুরু করেন মাদকের কারবার। মাদক কারবারে জড়ানোর পর তাদের অর্থ সম্পদ ফুলে ফেঁপে বেড়ে যায়। সঙ্গে বাড়ে নিরীহ মানুষের ওপর অত্যাচার। পল্লবী এলাকায় মাদকের অন্যতম কারবারি এই আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীর। মাদক কারবার চালানোর জন্য ৪০-৫০ জনের একটি গ্রুপ রয়েছে তাদের। যাদের দিয়ে মাদক বিক্রি ও বিরোধী বা প্রতিপক্ষদের দমন করা হয়। ছোট ছোট এলাকা ভাগ করে এসব সহযোগীদের দায়িত্ব দেয়া হয়ে। তাদের দিয়ে ওইসব এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments