Home শীর্ষ খবর ভাঙারির ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, বেপরোয়া পল্লবীর আল ইসলাম

ভাঙারির ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, বেপরোয়া পল্লবীর আল ইসলাম

দখিনের সময় ডেস্ক:
মাদক কারবারে জড়িত আল ইসলামের বিরুদ্ধে রয়েছে হত্যা, হামলা, চাঁদাবাজিসহ নানা অভিযোগের অন্তত ডজনখানেক মামলা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি ভোল পাল্টে পল্লবীর আতঙ্কে পরিণত হয়েছেন এই দুই সহোদর। রাজধানীর পল্লবীতে চাঁদাবাজি, মাদক কারবার আর দখল মানেই আল ইসলাম! নিরীহ কারও জমি কেনার তথ্য পেলেই হাজির হতেন আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীরের লোকজন। নগদ চাঁদাবাজিতে সিদ্ধহস্ত দুই ভাই চাঁদা না পেলে হামলা করতেন। কখনো সাঙ্গপাঙ্গদের দিয়ে মিথ্যা মামলায় করতেন দিনের পর দিন হয়রানি। বাধ্য হয়ে অনেকে জমি ছেড়ে যেতেন।
সর্বশেষ বুধবার(৩০ অক্টোবর) রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই এর নেতৃত্ব দেন আল ইসলাম। সেখান থেকে ছুটে আসা একটি গুলিতে আয়েশা আক্তার নামে এক  গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই সময় নিজের বাড়িতেই ছিলেন।
চাঞ্চল্যকর এই ঘটনায় পল্লবীজুড়ে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। রাতেই সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত আল ইসলামকে আটক করে পল্লবী থানা পুলিশে সোপর্দ করে। সর্বশেষ বুধবার রাত ১২ টার খবর অনুযায়ী, গৃহবধূর মৃত্যুর ঘটনায় আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর বিভাগ পুলিশ বলছে, দুই গ্রুপের মাদকের কারবার ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘটিত গোলাগুলিতে নিরীহ গৃহবধু হত্যাকাণ্ডের আল ইসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য মিলেছে। এছাড়া তার বিরুদ্ধে পল্লবীসহ অন্যান্য থানায় অস্ত্র, মাদক, জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান বলেন, আল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। গুলিতে নারীর মৃত্যুর ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি ঘটনাস্থালে উপস্থিত ছিলেন, হাইড (আড়াল) থেকে ঘটনার নেতৃত্ব দিয়েছেন। আল ইসলামসহ আমরা বেশ কিছু নাম জেনেছি। ওই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য প্রমাণের ভিত্তিতে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পল্লবী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় বেড়ে ওঠা আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীর এক সময় নিজেরা ভাঙারি মালামাল কেনা-বেঁচা করতেন। তবে এর আড়ালে তারা শুরু করেন মাদকের কারবার। মাদক কারবারে জড়ানোর পর তাদের অর্থ সম্পদ ফুলে ফেঁপে বেড়ে যায়। সঙ্গে বাড়ে নিরীহ মানুষের ওপর অত্যাচার। পল্লবী এলাকায় মাদকের অন্যতম কারবারি এই আল ইসলাম ও তার ভাই জাহাঙ্গীর। মাদক কারবার চালানোর জন্য ৪০-৫০ জনের একটি গ্রুপ রয়েছে তাদের। যাদের দিয়ে মাদক বিক্রি ও বিরোধী বা প্রতিপক্ষদের দমন করা হয়। ছোট ছোট এলাকা ভাগ করে এসব সহযোগীদের দায়িত্ব দেয়া হয়ে। তাদের দিয়ে ওইসব এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুতুলের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে অনীহা বাংলাদেশের

দখিনের সময় ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তবে তার মাধ্যমে সংস্থাটির...

ভাঙারির ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, বেপরোয়া পল্লবীর আল ইসলাম

দখিনের সময় ডেস্ক: মাদক কারবারে জড়িত আল ইসলামের বিরুদ্ধে রয়েছে হত্যা, হামলা, চাঁদাবাজিসহ নানা অভিযোগের অন্তত ডজনখানেক মামলা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর...

যেসব ভুল কিডনির ক্ষতি করে

দখিনের সময় ডেস্ক: কিডনি আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার। এটি আমাদের শরীর সর্বোত্তম পুষ্টি গ্রহণ এবং টক্সিন দূর করতে কাজ করে। পানি, লবণ এবং প্রয়োজনীয় খনিজের...

চুরি হয়ে যাওয়া ৫ কোটির ফেরারি গাড়ি খুঁজে দিলো আইপড!

দখিনের সময় ডেস্ক: পার্কিং থেকে চুরি হয়ে যায় ৫ কোটি টাকা দামের ব্র্যান্ড নিউ ২০২৩ মডেলের ফেরারি গাড়ি। সেই হারিয়ে যাওয়া গাড়ি খুঁজে দিয়েছে আইপড।...

Recent Comments