Home শীর্ষ খবর এবার কর্মকর্তা-কর্মচারীদের ৯ দফা দাবি পেশ

এবার কর্মকর্তা-কর্মচারীদের ৯ দফা দাবি পেশ

দখিনের সময় ডেস্ক:
মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। শনিবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য জানান। দাবি পেশকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীসহ পরিষদের সাবেক মহাসচিব ও বর্তমানে প্রধান উপদেষ্টা মো. তোয়াহা উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ পরবর্তী যথাযথ কার্যক্রম গ্রহণে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা জরুরি সভায় মিলিত হন। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদে সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি মো. বাদিউল কবীর।
পরিষদের পেশ করা দাবির যৌক্তিকতা বিবেচনা করে যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল সচিবালয়ে কর্মরত নন ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘভাতা, ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান, বিদ্যমান ২০ টি গ্রেডের পরিবর্তে ১০ টি গ্রেড প্রবর্তন, সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত।
এছাড়া সরকার কর্তৃক গঠিত পে-কমিশনে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্তকরণের জন্য মন্ত্রিপরিষদ সচিব আশ্বস্ত করেছেন।  আগামীতে পে-কমিশনে সংযুক্ত পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে চিঠির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments