Home শীর্ষ খবর ইসি গঠনে সার্চ কমিটির কাছে বিএনপির ৫ নাম প্রস্তাব

ইসি গঠনে সার্চ কমিটির কাছে বিএনপির ৫ নাম প্রস্তাব

দখিনের সময় ডেস্ক:
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিতে পাঁচজনের নাম প্রস্তাব করেছে বিএনপি। বুধবার (৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের কাছে এই নামের তালিকা হস্তান্তর করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তবে, সার্চ কমিটিতে কোন পাঁচজনের নাম দেয়া হয়েছে তা জানানো হয়নি।
এর আগে, রোববার চার দিন সময় দিয়ে আগামী ৭ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম পাঠাতে বলা হয়েছিল। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি যেকোনো ব্যক্তি নাম প্রস্তাব করতে পারবেন বলেও জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করার কথা বলা হয়। সিইসিসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে সরকার।
ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অন্য সদস্যরা হলেন, হাই কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব ফ্রিজ, দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ

দখিনের সময় ডেস্ক: তারকা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগে,...

পালিয়ে যাবার সময় দুই চীনা নাগরিক বিমানবন্দরে গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরপর...

আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প

দখিনের সময় ডেস্ক: জয় নিশ্চিত হবার পরপরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বৈশ্বিক শান্তির রূপরেখা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুদ্ধ সৃষ্টি নয়, যুদ্ধের ইতি ঘটাবেন তিনি। আগামী...

পরাজয় মেনে নিলেন কমালা হ্যারিস, ট্রাম্পকে জানালেন অভিনন্দন

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম...

Recent Comments