Home বরিশাল ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে সংগ্রাম কমিটির সমাবেশ ও সড়ক অবরোধ

ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে সংগ্রাম কমিটির সমাবেশ ও সড়ক অবরোধ

দখিনের সময় ডেস্ক :

আজ (২২ জুন) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা প্রত্যাহার দাবিতে ও ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও লাইসেন্সের দাবিতে বরিশালে রিক্সা ইউনিয়ন ও ব্যাটারিচালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম কমিটির বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বরিশাল শহরের ৩০টি ওয়ার্ড থেকে আগত দুই সহস্রাধিক শ্রমিকের অংশগ্রহণে সদর রোড অবরোধ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাটারিচালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব ও বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারন সম্পাদক মানিক হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, বরিশাল ইজিবাইক চালক সংগ্রাম কমিটির নেতা গোলাম রসুল,সুজন শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, বরিশালসহ সারাদেশে প্রায় ৫০ লক্ষ পরিবারের রুটি রুজি এই ব্যাটারিচালিত যানবাহনের সাথে যুক্ত। যেখানে এই রিক্সা-ভ্যান-ইজিবাইকের একটি ডিজাইন ও নীতিমালা প্রনয়ন করে এগুলিকে লাইসেন্স দেয়া দরকার সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত যানবাহনকে নিষিদ্ধ ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার গনবিরোধী ও গরীব মারার এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান এবং অবিলম্বে এই যানবাহনের লাইসেন্স দেয়ার দাবি করেন ।

ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধের এই চক্রান্ত থেকে সরে না আসলে ভবিষ্যতে সংগ্রাম কমিটির নেতৃত্বে বরিশালসহ সারাদেশে হরতাল-অবরোধের মত কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments