Home বরিশাল কীর্তনখোলায় নৌকাডুবি থেকে শিশু-নারীসহ ১২ জন কে বাঁচালো এএসআই বদরুল

কীর্তনখোলায় নৌকাডুবি থেকে শিশু-নারীসহ ১২ জন কে বাঁচালো এএসআই বদরুল

দখিনের সময় ডেস্ক ।।

বরিশাল নগরীর বেলতলা সংলগ্ন উত্তাল কীর্তনখোলা নদী থেকে ছোট একটি নৌকাযোগে নদী পাড়ি দিতে দিচ্ছিলো নারী-শিশুসহ ১২ জন যাত্রী। কিন্তু নৌকাটি নদীর কিছুদূর যাওয়া মাত্র তীব্র স্রোতের কারণে সেটি ডুবে যায়। ঘটনার সময় ওই এলাকায় লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার এএসআই বদরুল ইসলাম। তিনি ব্যক্তিগত তৎপরতায় খেয়াঘাটে থাকা অপর দুটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সব যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। ঘটনাটি ঘটে গত শুক্রবার (০২ জুলাই) দুপুর ১২টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঠের তৈরি ছোট একটি ট্রলারযোগে ১২ জন আরোহী কীর্তনখেলা নদীর চরমোনাই খেয়াঘাট থেকে নগরীর বেলতলা খেয়াঘাটে পার হচ্ছিল। নদী তখন বেশ উত্তাল ছিলো। নদীর মাঝ বরাবর ট্রালটি প্রবল স্রোতে ও ঢেউয়ের কারণে ডুবে যায়। এ সময় বেলতলা খেয়াঘাটে অবস্থানরত এএসআই বদরুল ইসলাম ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের ১২ যাত্রীকে উদ্ধার করতে অপর দুটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ট্রলারে থাকা ১২ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। যাত্রীদের মধ্যে চার শিশু, দুই নারী ও ছয়জন পুরুষ ছিল।

কাউনিয়া থানার এএসআই বদরুল ইসলাম জানান, আমি নৌকাটি ডুবতে দেখে কোনো কিছু চিন্তা না করেই তাৎক্ষণিক ঘাটে থাকা অপর দুটি ট্রলারের সাহায্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ডুবে যাওয়া নৌকায় থাকা ১২ যাত্রীকে উদ্ধার করি। এদের মধ্যে দুই নারী কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়, বাকিরা সুস্থ ও স্বাভাবিক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মনজুর রহমান বলেন, বিষয়টি আমরা জানার পরপরই এএসআই বদরুলসহ তার সঙ্গে থাকা ফোর্সদের অভিনন্দন জানিয়েছি। তার সাহসিকতা এবং চেষ্টায় বেশ কয়েকজন মানুষ প্রাণে রক্ষা পেয়েছে। তার এই মানবিক কাজের জন্য পুরস্কৃত করা হবে। অন্য সব পুলিশ সদস্যদেরও এএসআই বদরুলের মতো মানুষের কল্যাণে নিয়োজিত থাকা দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments