Home অন্যান্য নির্বাচিত খবর রিমান্ডে নারীকে যৌন নির্যাতনের ‘প্রমাণ মেলেনি’

রিমান্ডে নারীকে যৌন নির্যাতনের ‘প্রমাণ মেলেনি’

স্টাফ রিপোর্টার:

বরিশালের উজিরপুর মডেল থানায় হত্যা মামলার নারী আসামিকে রিমান্ডে নিয়ে শারীরিক এবং যৌন নির্যাতনের ঘটনা হঠাৎ করে ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে। ওই নারীর মামলার পর আদালতের নির্দেশে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু তাকে যৌন নির্যাতন করা হয়েছে, এর কোনো সত্যতা মেলেনি। অভিযোগকারীর শরীরে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, তা অনেক পুরোনো বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

অভিযোগকারী ওই নারী এ ঘটনায় আদালতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এএসপি) এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিরৈন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানার ওসিসহ দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই নারী যেসব পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। কিন্তু তিনি যে অভিযোগ করেছেন, তার কোনো সত্যতা পাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তারা। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হলেও প্রতিবেদনে তার অভিযোগের কোনো ‘সিম্পটম’ পাওয়া যায়নি।

গত ৩ জুলাই আদালত এবং পুলিশের কাছে পাঠানো শেবাচিম হাসপাতালের গাইনি বিভাগের (ইউনিট-২) নারী কর্মকর্তা মিনতি বিশ্বাস ওরফে মিতু অধিকারী নামের ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষার পর তৈরি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যদিও মেডিকেল রিপোর্টে কী আছে, সে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তাছাড়া ঘটনাটি বিচার এবং তদন্তাধীন থাকায় এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকায় পরকীয়া প্রেমিকার বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় বাসুদেব চক্রবর্তী টুলু নামে এক ব্যক্তির মৃতদেহ। ওই ঘটনায় নিহতের ভাই বরুন চক্রবর্তী বাদী হয়ে ২৭ জুন উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের পরকীয়া প্রেমিকা মিনতি বিশ্বাস মিতুকে একমাত্র আসামি করা হয়। ২৮ জুন গ্রেপ্তার করা হয় মিতু অধিকারীকে।

পরবর্তী ২৯ জুন পুলিশের আবেদনে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উজিরপুর) আমলী আদালত তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই আসামি মিনতি বিশ্বাসকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনুল ইসলাম। এ সময় আদালতের বিচারকের কাছে পুলিশের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন মিনতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

নতুন নির্বাচন কমিশনের শপথ রোববার

দখিনের সময় ডেস্ক: নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার  শপথ নেবেন রোববার। এদিন বেলা দেড়টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান...

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

Recent Comments