Home বরিশাল আজ থেকে শুরু ববির বিশেষ বাস সেবা

আজ থেকে শুরু ববির বিশেষ বাস সেবা

কাজী হাফিজ

কঠোর লকডাউনে আটকে পরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশেষ বাস সেবা হয়েছে আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ক্যাম্পাস থেকে পাঁচটি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যায়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নড়াইল হয়ে যশোর, ক্যাম্পাস থেকে ঝালকাঠি ও পিরোজপুর, ক্যাম্পাস থেকে বাগেরহাট, ক্যাম্পাস থেকে পটুয়াখালী এবং ক্যাম্পাস থেকে বরগুনা (আমতলী) এই ৫ টি রুটে বাস সার্ভিস দিয়েছে কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের ৬ টি ও ভাড়ায় চালিত ৩ টি বাসে এই সার্ভিস শুরু করা হয়।

বাসে ওঠার আগে প্রতিটি শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়। যাদের করোনা উপসর্গ ছিল তাদেরকে আগেই এই সার্ভিস নেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ভ্রমণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে নিতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মো.মেহেদি হাসান জানান, বিশেষ বাস সার্ভিস পাবার জন্য ১ হাজার ৪ শত ৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। তাদেরকে নির্ধারিত জেলায় পৌঁছে দিতে আজ প্রথমদিনে মোট ৯ টি বাস ছেড়ে গেছে ক্যাম্পাস থেকে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে আটকে পরা সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। যারা যারা বাস সার্ভিসের জন্য নির্দিষ্ট পন্থায় নিবন্ধন করেছে তাদেরকে নির্ধারিত জেলা শহরে পৌঁছে দেয়া হবে৷

বিশেষ এই সার্ভিস পেয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা৷ আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, সর্বশেষ লকডাউনের প্রথম থেকে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে এ ধরণের বাস সার্ভিস শুরু হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ব্যাপারে বারবার আবেদন জানাই। অবশেষে কর্তৃপক্ষের কাছ থেকে এই বাস সার্ভিস দেয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments