Home জাতীয় জুলাই মাসেই সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ২২৮৬

জুলাই মাসেই সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ২২৮৬

দখিনের সময় ডেস্ক : 

করোনাভাইরাসের আঘাতের মধ্যেই দেশে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দেশে। জুলাইতে সারাদেশে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৯৯ শতাংশই রাজধানী ঢাকার।

গতকাল শনিবার (৩১ জুলাই) নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৯৬ জন। এদের মধ্যে ১৯৪ জনই ঢাকার এবং বাকি ২ জন ঢাকার বাইরের। গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য বিশ্লেষণে জানা গেছে এসব।

জানা গেছে, ২৫ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে ঢাকায় ১০২ জন এবং বাকি ৩ জন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৬ জুলাই আক্রান্ত হয়েছেন ১২৩ জন। এদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং বাকি ৩ জন ঢাকার বাইরে। ২৭ জুলাই আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৪২ জন এবং বাকি ১ জন ঢাকার বাইরে। ২৮ জুলাই ১৫৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৫০ জন এবং ঢাকার বাইরে ৩ জন। ২৯ জুলাই ১৯৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন এবং বাইরে ১৩ জন। ৩০ জুলাই ১৭০ জন, এদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং বাকি ৬ জন ঢাকার বাইরে। ৩১ জুলাই ১৯৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৯৪ জন ঢাকায় এবং বাকি ২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৭৭৭ জন রোগী। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছেন ৭৪৭ জন এবং বাকি ৩০ জন রাজধানীর বাইরে অন্য সকল বিভাগে। গত সাত মাসে দেশে ২ হাজার ৬৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৮৭৭ জন ছাড়া পেয়েছেন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments