Home বরিশাল বরিশাল বিভাগে গণটিকাদান শুরু

বরিশাল বিভাগে গণটিকাদান শুরু

দখিনের সময় ডেস্ক : 

বরিশাল বিভাগে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম। বিভাগের ৬ জেলার ৪২ টি উপজেলার ৩৫৮ টি ইউনিয়নে পরীক্ষামূলক এই গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। আজ শনিবার (৭ আগস্ট)  সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয় বলে জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার।

তিনি বলেন, ৭ থেকে ৯ আগস্ট বরিশাল বিভাগে ২ লাখ ৩০ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে। এতে প্রাথমিক পর্যায়ে এই ৩ দিনের ক্যাম্পেইনে প্রতি ইউনিয়নের ৬০০ জনকে টিকাদানের আওতায় আনা হবে। প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের জন্য একটি করে টিকাকেন্দ্র পরিচালনা করা হয়। সেখানে তিনটি বুথ ছিল। পৌরসভার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে একটি করে টিকাকেন্দ্র পরিচালনা করা হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, প্রতিটি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের ইপিআই কেন্দ্রে তিনটি বুথে এই টিকা প্রদান করা হয়। এ জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ৬০০টি করে আগাম টিকার কার্ড পাঠানো  হয়। এরপর অগ্রাধিকার ভিত্তিতে বৃদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, নারীদের মধ্যে বাছাই করে এসব কার্ড বিতরণ করা হয়। কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই তাঁরা টিকা পেয়েছেন।

বরিশাল নগরে মডার্না এবং জেলা ও উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হয়। বিভাগে ইতিমধ্যে সিনোফার্মের ৫ লাখ ১০ হাজার ৪০০ টিকা এসেছে। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৭৩৫ ডোজ প্রয়োগ করা হয়েছে। বাকি ৩ লাখ ১৯ হাজার ৬৬৫ ডোজ টিকা পরীক্ষামূলক গণটিকা কার্যক্রমে প্রয়োগ করা হবে। বরিশাল নগরের বাসিন্দাদের ইতিমধ্যে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৮০০ ডোজ মডার্নার টিকা পাওয়া গেছে। এর মধ্যে ২৪ হাজার ৬৪৬ ডোজ প্রয়োগ করা হয়েছে। বাকি ১ লাখ ১২ হাজার ১৫৪ ডোজ শনিবার থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ক্যাম্পে প্রয়োগ শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments