Home জাতীয় দক্ষিণ এশিয়ার মধ্যে টিকাদানে সপ্তম বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার মধ্যে টিকাদানে সপ্তম বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক :

করোনার টিকাদানে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশ কেবল আফগানিস্তানকে ছাড়িয়ে যেতে পেরেছে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচিতে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে করোনা টিকার বৈশ্বিক পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’শিরোনামে প্রকাশিত গবেষণায় মিলেছে এমন তথ্য।

ওয়েবসাইটে থাকা ‘করোনাভাইরাস ভ্যাকসিনেশনস’শিরোনামের একটি গবেষণার তথ্য মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে টিকাদানে শীর্ষে রয়েছে ভুটান। সেখানে পূর্ণডোজ ভ্যাকসিন নিয়েছে ৬২ শতাংশ নাগরিক।

এছাড়াও ৫২ শতাংশ নাগরিককে টিকা দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালদ্বীপ।এদিকে বাকি দেশগুলোর মধ্যে শুধু শ্রীলঙ্কা ছাড়া আর কোনদেশই দশ শতাংশের বেশি নাগরিককে টিকার আওতায় আনতে পারেনি।

সূত্র বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পূর্ণডোজ টিকাদানে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশে। দেশে ২ দশমিক ৭ শতাংশ নাগরিককে ২ ডোজ করে টিকাদান সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ রয়েছে। সেইসঙ্গে দেশে একডোজ টিকা নেওয়া নাগরিকের হার ৩ দশমিক ৪ শতাংশ।

দেশব্যাপী কোভিড ১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের বিষয়ে গেলো শুক্রবার (৭ আগস্ট) সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম বলেন, ‘আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছি। দেশে টিকার ঘাটতি থাকলেও সবাইকে টিকা দিতে আমরা বদ্ধ পরিকর।’

গণটিকাদান কর্মসূচিতে, দেশের চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় ও সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারীর মাধ্যমে সারাদেশে একযোগে কোভিড ১৯ এর টিকাদান শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments