Home বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

দখিনের সময় ডেস্ক:

সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা এবং নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ।

গতকাল শনিবার দুপুর ১২টায় নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটিন নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ বলেন, ১৫ আগস্টের নির্মমতার স্বাক্ষী ছিলাম আমি। যদিও আমি আমার মায়ে কোলে ছিলাম। আমার মা আজন্ম সেই বিভৎসতার স্মৃতি নিয়ে বেঁচে ছিলেন। স্বাধীন দেশে মায়ের সামনে শিশুকে গুলি করে হত্যার লোমহর্ষক ঘটনা প্রত্যক্ষ করেছেন তিনি। ৭৫-এ ঘাতকরা বালাদেশের ইতিহাস মুছে দিতে চেয়েছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে এখনো সেই পুরানো শত্রুরা নানাভাবে আঘাত করার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশের অগ্রযাত্রা ব্যহত করার চেস্টা করেছিলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্ত হাতে দেশের নেতৃত্ব দেয়ায় উন্নয়নে অগ্রগতি হয়েছে। বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। কোন পক্ষ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক ও সচেতন করতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

স্ংাবাদিক ইউনিয়ন বরিশালের বর্তমান কমিটিকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, জনগণের সেবা ছাড়া অন্য কোন লক্ষ্য আমার নেই। আমি সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানাই। নগরীতে নতুন সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ ও খালের নাব্যতা রক্ষায় কাজ করেছি। এই মহৎকাজে সবসময় বরিশালের জনগণকে পাশে চাই। গণমাধ্যমকর্মীরা আমার সহযোগী হবেন এনটা প্রত্যাশা করি।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহমেদ। আগামীর পথচলায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ইনডিপেন্ডেন্টে টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক গোপাল সরকার, বর্তমান সহ সভাপতি রাহাত খান, সাধারণ সম্পাদক ফিদাউস সোহগ, সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, জিয়া উদ্দিন বাবু, এসএ টিভির বরিশাল ব্যুরো সালেহ টিটু, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক কাওছার হোসেন রানা, কোষাধ্যক্ষ শাহিন হাফিজ, ডিভিসি নিউজের অপূর্ব অপু, মাছরাঙা টেলিভিশনের গিয়াস উদ্দিন সুমন, মতবাদের নাছিমুল হক, বরিশাল প্রতিদিনের এম জহির, সময়ের আলোর এম মোফাজ্জেল, বাংলা ভিশনের শাহীন হাসান, ঢাকা পোস্টের সৈয়দ মেহেদী হাসান, বাংলা নিউজ ২৪ ডটকমের মুশফিক সৌরভ, নিউজ বাংলা ২৪ ডটকমের তন্ময় তপু, যুগান্তর বরিশাল ব্যুরোর অনিকেত মাসুদ, সাঈদ পান্থ, আজকের বার্তার জুয়েল রানা, প্রথম সকালের সুমাইয়া জিসান, দৈনিক ভোরের কাগজের এম. কে রানা, ইত্তেফাকের ফারুক লিটু, অপু রায়। এসময় বরিশালের আঞ্চলিক ও জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটি পুনাঙ্গ করা হয়। কমিটি নি¤িœরূপ: সভাপতি সাইফুর রহমান মিরণ (ভোরের আলো), সহসভাপতি রাহাত খান (নিউজ-২৪ ও বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক ফিরদাউস হোসাগ (সময় টেলিভিশন), সহসাধারণ সম্পাদক কাওছার হোসেন রানা (চ্যানেল-২৪), কোষাধ্যক্ষ শাহীন হাফিজ (দৈনিক ইত্তেফাক), সদস্য হুমায়ুন কবির (এটিএন বাংলা ও এটিএন নিউজ), গোপাল সরকার (দৈনিক দক্ষিণাঞ্চল), পুলক চ্যাটার্জী (দৈনিক সমকাল), আকতার ফারুক শাহিন (দৈনিক যুগান্তর), মিজানুর রহমান (ফোকাস বাংলা), মোশারেফ হোসেন (দৈনিক আজকের বার্তা), অপূর্ব অপু (দৈনিক আজকের বার্তা)।

সভায় সংগঠনের সকল সদস্যদের পরিচয়পর্ব শেষে শোকের মাস আগস্ট উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments