Home আন্তর্জাতিক তৃণমূলের জনপ্রিয় নেতা দেবাংশু গ্রেফতার

তৃণমূলের জনপ্রিয় নেতা দেবাংশু গ্রেফতার

দখিনের সময় ডেস্ক : 

রোববার (৮ আগস্ট) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। খবর ইন্ডিয়া টাইমসের। খবরে বলা হয়, মহামারী আইন ভঙ্গের অভিযোগে ভোর রাতে গ্রেফতার করা হয় দেবাংশু, সুদীপসহ ১১ জন তৃণমূল নেতা-কর্মীকে। বেলা ১১টায় তাদের আদালতে পেশ করা হয়।

এর আগে শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতারা। ইটের আঘাতে রক্তাক্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত। আঘাত পান দেবাংশু ভট্টাচার্যও। এরপর শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা।

শনিবার (৭ আগস্ট) ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূলের নেতারা। শনিবার ত্রিপুরায় তাঁদের গাড়িকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ।

ফেসবুক লাইভে দেবাংশু জানান, যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে জানান তিনি। এই হামলার প্রতিবাদে এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আজই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গতকাল আমবাসায় তৃণমূলের যুব নেতা-নেত্রী দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কনভয় আটকায় তৃণমূল।

ত্রিপুরায় ধর্মনগরে সুবল ভৌমিকের নেতৃত্বে রাস্তা অবরোধ করে তৃণমূলকর্মীরা। রুখে দেওয়া হয় বিপ্লব দেবের কনভয়। বেশ কিছুক্ষণ গাড়ি ঘিরে বিক্ষোভ চলার পর পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়। তৃণমূল নেতা সুবলসহ বিক্ষোভকারীদের গ্রেফতার করেছিল পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments