Home খেলাধূলা অশ্রুসিক্ত নয়নে বার্সাকে বিদায় জানালেন মেসি

অশ্রুসিক্ত নয়নে বার্সাকে বিদায় জানালেন মেসি

দখিনের সময় ডেস্ক : 

২০০০ সাল থেকে ২০২১ সাল, মাঝে কেটে গেছে ২১টি বছর। দুই দশকেরও বেশি সময়ে বার্সেলোনাকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এনে দিয়েছেন অনেক অর্জন। শেষ ১৭ মৌসুমে ৩৫টি শিরোপা জিতেছেন বার্সার পক্ষে। চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ে রয়েছে তার অবদান।

লা লিগা ট্রফিতে চুমু দিয়েছেন দশবার। কোপা দেল রে সাতটি এবং আটবার স্প্যানিশ সুপার কাপে নিজের নাম লিখিয়েছেন। তিনটি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের খেতাব জিতেছেন।

দীর্ঘ এই সম্পর্কের ইতি ঘটেছে গত ৫ আগস্ট। এরপর থেকে মেসি আর খেলবেন না বার্সেলোনার হয়ে। গত কদিন ধরে ভক্তরা অধীর অপেক্ষায় ছিলেন, মেসির বার্সা ছেড়ে যাচ্ছেন না এই কথাটা শোনার।

তবে সব কিছুকে পেছনে ফেলে মেসি ছুটছেন নতুন গন্তব্যে, নতুন কিছু অর্জনের লক্ষ্যে। আজ রোববার (৮ আগস্ট) বার্সেলোনায় শেষবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন এই কিংবদন্তী ফুটবলার।

অশ্রুসিক্ত নয়নে বিদায়ী স্বারক পড়ে শুনিয়েছেন উপস্থিত সাংবাদিক, ক্লাব কর্তৃপক্ষ, পরিবার এবং টিভিসেটের সামনে থাকা কোটি সমর্থককে।

এসময় অশ্রুসিক্ত নয়নে মঞ্চে প্রবেশ করেন। প্রথম সারিতে বসা স্ত্রীর কাছ থেকে টিস্যু নিয়ে চোখ মুছতে মুছতে শুরু করেন শেষ বার্তা।

মেসি বলেছেন, “আমার জন্য বেশ কঠিন দিন। মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পরিবারও চাচ্ছিল, যেন আমি এখানেই থাকি। বার্সেলোনাতে শহরের সব কিছু অসাধারণ। আমাদের সব কিছু এখানটা ঘিরেই।

জীবনের বেশিরভাগ সময় এখানে কাটিয়েছি। ২১ বছর। স্ত্রী ও ছোট তিনটি কাতালান আর্জেন্টাইন সন্তান নিয়ে চলে যাচ্ছি। এখন সময় এসেছে বিদায় বলার।

ক্লাবের জন্য আমার অনেক শ্রদ্ধা-সম্মান রয়েছে। ভক্তদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। মহামারীর কারণে ঠিক মতো সবাইকে বিদায় জানাতে পারছি না। তবে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্লাবের জন্য আমি সব সময় নিজের সবটুকু দিতে প্রস্তুত আছি। যেকোনো পরিস্থিতিতে আমাকে পাশে পাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments