Home বরিশাল ঝালকাঠিতে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন দুরন্ত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা

ঝালকাঠিতে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন দুরন্ত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বেশিরভাগ রোগী। এসময় অক্সিজেনের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে মানবতার সেবায় এগিয়ে এসেছেন ঝালকাঠির কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশন।বিনামূল্যে তাঁরা অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। গুরুতর রোগীর স্বজনদের ফোন পেলে অল্প সময়ের মধ্যে বাসায় অক্সিজেন সিল্ডার পৌঁছে দিচ্ছেন। এসব স্বেচ্ছাসেবী সংগঠনকে চিকিৎসকের পরামর্শ নিয়ে অক্সিজেন সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

এদিকে দুরন্ত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের তিনটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

এ সংগঠনের পক্ষ থেকে করোনায় আক্রান্ত শ্বাসকষ্টে ভুগছেন যেসব রোগী, তাদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। জরুরী প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা পেয়ে খুশি করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া রোগীরা।

খান আরিফুর রহমান বলেন, অক্সিজের অভাবে যেন একটি মানুষের মৃত্যু না হয়, সেই চিন্ত মাথায় রেখে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে। এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার অনুরোধ করেন তিনি। প্রয়োজনে আরো সিলিন্ডার দেওয়া হবে।এদিকে ঝালকাঠিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, স্বেচ্ছাসেবী সংগঠন, নলছিটি উপজেলায় দুস্থ কল্যাণ সংস্থা (দুকস) ও শামসুননাহার ফাউন্ডেশন বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে।

দুরন্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসিন মৃধা অনিক বলেন, আমরা বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি, কারো প্রয়োজন হলে ফোন করলেই আমাদের সদস্যরা বাসায় পৌঁছে যাবে আর আমাদের সর্ব বিষয়ে সার্বিক সহোযােগিতা করে যাচ্ছেন আমাদের সন্মানিত উপদেষ্টা এবং সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ঝালকাঠিতে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে অক্সিজেন সেবা দিচ্ছে, এটি ভালো। অক্সিজেন কার প্রয়োজন এটা চিকিৎসকরাই বলতে পারে। তাই আমার মতে যারাই এ সেবা দিচ্ছেন অন্তত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেন। আমরা হাসপাতালে ভর্তি রোগীদের সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জেলা এখনো করোনাকালে ভালো আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments