Home বিশেষ প্রতিবেদন শের-ই-বাংলা মেডিকেল এখন ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী

শের-ই-বাংলা মেডিকেল এখন ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:
অনেকটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও এর আশপাশ। প্রায় সাড়ে চার মাস ধরে ঠিকঠাক অপসারণ হচ্ছে না বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালের বর্জ্য। ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে আশপাসের এলাকায়। এ অবস্থায় দুর্গন্ধে নাজেহাল মানুষ।
বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনের দৃশ্য দেখলে মনে হবে এটি ময়লার ডাম্পিং স্টেশন। স্বাস্থ্য ঝুঁকিতে আছে রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি স্বাস্থ্য কর্মীরাও। বরিশাল শেবাচিম হাসপাতালের ইনডোর ডক্টরর্স এসোসিয়েশন সভাপতি ডাক্তার সুদীপ কুমার হালদার বলেন, ডাক্তার, নার্স এখানে আসা রোগী সকলেই স্বাস্থ্যগত ঝুঁকির মাঝে আছে।কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা অসহায়।
করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে সিটি করপোরেশন আবর্জনা অপসারণ করছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের। বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন বলেন, সিটি কর্পোরেশন সব সময় এই ময়লাগুলো নিতো। কিন্তু তারা এপ্রিল থেকে আর নিচ্ছে না। যার ফলে এগুলো বড় বড় মাটির গর্ত করে ভরাট করে রাখছি। এখন আর কোন জায়গা নাই।
সিটি করপোরেশন বলছে, পরিচ্ছন্নকর্মীর দ্বারা নগরজুড়ে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কায় হাসপাতালের বর্জ্য অপসারণ বন্ধ রাখা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, এই করোনা ইউনিটের বর্জ্য এবং মেডিক্যাল বর্জ্য যদি নেই তবে নগরীর মানুষ এটার মাধ্যমে করোনা আক্রান্ত হতে পারে। যার কারণে আমরা এগুলো সরাচ্ছি না। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় আধা টন বর্জ্য জমা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর ‍এবারের চীন সফর

দখিনের সময় ডেস্ক: আগামী আট থেকে এগারোই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন। ভারত সফরের পরপরই চীন সফরকে ভূরাজনৈতিক অবস্থান ‍এবং...

গাজী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, পাবেন ভ্রমণ ভাতা

দখিনের সময় ডেস্ক: গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার/এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০২ জুলাই থেকেই...

যমুনা গ্রুপে জব সার্কুলার, আবেদন শেষ ৩১ জুলাই

দখিনের সময় ডেস্ক: যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আর্কিটেক্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/এজিএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৩ জুলাই থেকেই আবেদন...

ব্যবহারকারীদের লোকেশন হিস্ট্রি মুছে ফেলবে গুগল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে সবাই ইন্টারনেট ব্যবহার করছেন প্রতি মুহূর্তে। ফলে অজানতেই অনেক ব্যক্তিগত তথ্য জমা হয়ে যাচ্ছে গুগলে। যার মধ্যে রয়েছে গুগল লোকেশনও। যদিও...

Recent Comments