Home বরিশাল ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি:

বছর ঘুরে আগষ্ট আসে এক নিদারুন শোকবার্তা নিয়ে। এবছরও ১৫ই আগষ্টের শোকগাঁথা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঝালকাঠির সর্বস্তরের মানুষ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় পিতা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় শোক দিবসের কর্মসূচি।

বাংলাদেশ আওয়ামীগের ঝালকাঠি জেলা, উপজেলা, শহর কমিটি এবং যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,  কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগসহ দলটির সকল অঙ্গসংগঠন এ কর্মসূচিতে যোগ দেয়।

জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলি দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। শোক দিবস উপলক্ষে ঝালকাঠি শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শোক দিবসের আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ ও পুরুষ্কার রিতরণী অনুষ্ঠান। ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিতেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরন করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর এলাকার টিএন্ডটি সড়কের ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

অপরদিকে সকাল ১১ টায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বের করাহয় শোক র‍্যালী। যা, পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

ঝালকাঠি কালেক্টরেট চত্বরে নির্মিত জাতির পিতার ম্যুরালে সরকার দল এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্থানীয় প্রেস ক্লাব, সামাজিক, সাংস্কুতিক ও ক্রিড়া সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা পুস্পস্তবক অর্পন করেছেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নানান কর্মসূচী। মসজীদসহ সকল ধর্মীয় উপসনালয়ে হয়েছে বিশেষ দোয়া অনুষ্ঠান। মহল্লায় মহল্লায় গরীব মানুষের মাঝে করা হয়েছে খাবার বিতরন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments