Home বরিশাল মেয়রসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ববি ছাত্রলীগের বিক্ষোভ

মেয়রসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ববি ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

বরিশাল সদর উপজেলা চত্বরে সংঘর্ষের ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আজ শনিবার (২১শে আগস্ট) বেলা সাড়ে ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রোড হয়ে সেটি আবার ক্যাম্পাসে ফিরে আসে।

মিছিল শেষে একাডেমিক ভবনের নিচতলায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত, সৈয়দ রুম্মান, রিয়াজ উদ্দিন, সৈয়দ জিসান আহমেদ ও রাজিন তাহমিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, “বরিশাল আওয়ামী লীগের ঘাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে দূর্বল করার লক্ষ্যে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তার সবচেয়ে বড় প্রমাণ বরিশাল জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি হামলার দিন ঢাকায় অবস্থান করেছিলেন অথচ তার বিরুদ্ধেও মামলা। এছাড়া এক বছর আগে একজন মারা গিয়েছেন তাকেও আসামি করা হয়েছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল অন্যায়ের বিরুদ্ধে করার জন্য প্রস্তুত।”

প্রসঙ্গত, গত ১৮ই আগস্ট রাত ১০ ঘটিকায় পোস্টার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান ও আওয়ামিলীগের নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় যার জের ধরে আধ ঘন্টা পর তৈরি হয় তুমুল সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্য ও পুলিশের গুলিতে আওয়ামীলীগের প্রায় ৩০ জন আহত হয়। এ বিষয়ে ইউএনও ও পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments