Home শীর্ষ খবর বিবৃতি নিয়ে অ্যাডমিন অ্যাসোসিয়েশন ‘ভুল স্বীকার’ করেছে: মন্ত্রিপরিষদ সচিব

বিবৃতি নিয়ে অ্যাডমিন অ্যাসোসিয়েশন ‘ভুল স্বীকার’ করেছে: মন্ত্রিপরিষদ সচিব

দখিনের সময় ডেস্ক : 

ব্যানার অপসারণ নিয়ে বরিশালে ইউএনওর বাংলোয় হামলা পরবর্তী সংঘর্ষের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে বেশ সমালোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ নিয়ে পরবর্তীতে সংগঠনটির পক্ষ থেকে বক্তব্য না দিলেও সেই বিৃবতিটি ‘ভুল ছিল’ বলে স্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্তরা।

সংগঠনের পক্ষ থেকে দেয়া বিবৃতির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা দ্বিমত পোষণ করেছেন।

সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

বরিশালের ঘটনায় দেয়া সংগঠনটির বিবৃতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নিজেদের অভ্যন্তরীণ বৈঠকে বিবৃতির বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছে সংগঠনটি। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিব ও পদস্থ কর্মকর্তারাও ওই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

বরিশালে জাতীয় শোক দিবসের পোস্টার-ব্যানার অপসারণকে কেন্দ্র করে ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা এবং সংঘর্ষের জেরে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি ভুল ছিল বলে স্বীকার করেছে সংগঠনটি।

সচিবালয়ে সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গতকাল (রবিবার) আমাদের একটা মিটিং ছিল, আমি যখন কথা বলেছি তখন সচিবরা যারা ছিলেন, অন্য কর্মকর্তারা যারা ছিলেন সবাই এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।’

ভুল স্বীকারের কোনো বিবৃতি না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা তো অ্যাগ্রি করেছে এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ভুল ছিল।’বিবৃতির ভাষা নিয়েও কর্মকর্তারা আপত্তি করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘এই ল্যাঙ্গুয়েজ, এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা ছিলেন তারাও অ্যাগ্রি করে গেছেন। এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করা ওয়েলকাম করা যায় না।’

গত বুধবার রাতে বরিশালে শোক দিবসের ব্যানার অপসারণ নিয়ে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কথা কাটাকাটি হয়। পরে সেখানে সরকারি দলের নেতাকর্মীরাও যান। এক পর্যায়ে ইউএনওর বাসায় হামলা হলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা গুলি করে।

এ নিয়ে তুলকালাম ঘটে সেখানে। পরে পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়। এই ঘটনায় ইউএনও এবং পুলিশের পক্ষ থেকে মামলা হয়। যাতে বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের আসামি করা হয়। পরে অবশ্য ইউএনও এবং কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধেও মামলা হয়।

যদিও রবিবার (২২ আগস্ট) রাতে পুরো ঘটনা ভুল বোঝাবুঝি হয়েছে এমন দাবি করে বরিশালের বিভাগীয় কমিশনারের বাসায় মেয়র ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। সেখানে সমঝোতা হয় বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

Recent Comments