Home শীর্ষ খবর নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, মৃতের সংখ্যা দাঁড়াল ২৩

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, মৃতের সংখ্যা দাঁড়াল ২৩

দখিনের সময় ডেক্স:
নারায়ণগঞ্জে মসজিদে এসি ও সামনের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে  অর্ধশতধিক মুসল্লী দগ্ধ হয়েছেন।  এ ঘটনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়াল। রবিবার (৬ সেপ্টেটম্বর) সকাল এবং শনিবার রাতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টম্বর)রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের সামনের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এরপর মসজিদের এসিও বিস্ফোরণ ঘটে।  মুহূর্তেই মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।  ওই সময়ে মসজিদে থাকা মুসল্লীদের মধ্যে অন্তত ৫০ জন দগ্ধ হয়। পরে আশেপাশের লোকজন দিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দগ্ধদের মধ্যে অন্তত ৪৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাজমুল হোসেন জানান, হাসপাতালে ২০ থেকে ২৫ জন এসেছিল। তাদের কয়েকজনের শরীরে ৯৯ভাগ দগ্ধ হয়েছে। বাকি রোগী যারা এসেছিল তাদের ৭০ থেকে ৭৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
দগ্ধ হয়ে যারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিকৃতরা হলেন, দেলোয়ার হোসেন (মোয়াজ্জেম), আব্দুল মালেক (ইমাম),  মোহাম্মদ আজিজ, নিজাম, নাদিম, হুমায়ুন কবীর, ইশ্রাফিল, জুলহাস, ইমাম হোসেন, আব্দুস সাত্তার, আমজাদ,কাঞ্চন হাওলাদার, জুনায়েদ, ফরিদ, শেখ ফরিদ, সমির, মোস্তফা কামাল, রিফাত, মাঈন উদ্দিন, রাসেল, রাশেদ, নয়ন, আব্দুল বাশার মোল্লা, বাহার উদ্দিন, শামীম হাসান, জুবায়ের, জয়নাল, মোহাম্মদ আলী, সাব্বির, মামুন, মিনার, কুদ্দুস ব্যাপারী, নজরুল ইসলাম, শিফাত, জামাল, ইমরান ও  সাহেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোলায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলায় বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ আম্মা পরিষদের পক্ষ থেকে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভোলা...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

পদ্মা ব্রিজ হওয়ার আগে বরিশাল-ঢাকা করতাম লঞ্চে। সেই পাট চুকে গেছে। নৌ-পথের পাট চুকিয়ে এখন সড়ক পথই ভরসা। সরকারি লোকদের ফ্রিস্টাইল দুর্নীতি এবং মালিকপক্ষের...

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

দখিনের সময় রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়  বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়...

Recent Comments