Home নির্বাচিত খবর কলকাতার হোটেলে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

কলকাতার হোটেলে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

দখিনের সময় ডেস্ক:

কলকাতায় হোটেলে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণ কলকাতার তিলজলা রোডে অবস্থিত ‘হোটেল সাদ’র একটি রুমে তার মৃত্যু হয়। হোটেলের রেজিস্ট্রার দেখে জানা গেছে, মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তিনি উত্তর ঢাকার বাসিন্দা। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম তানভীর নঈম। বাবার নাম সিদ্দিকুর রহমান।

পুলিশ সূত্রে খবর, নিজের চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল বাংলাদেশ থেকে কলকাতায় আসেন তানভীর। এরপর থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন তিনি। প্রতিদিন সকালেই তিনি হোটেল থেকে বাইরে বেরিয়ে যেতেন। কিন্তু এদিন বেলা ১১টা বেজে গেলেও তার ঘরের ভেতর থেকে কোনো সারা-শব্দ পাওয়া যাচ্ছিল না, রুমের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তা দেখেই সন্দেহ হয় হোটেল কর্মচারীদের।

এরপরই বিষয়টি জানানো হয় হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পরে খবর দেওয়া হয় কড়েয়া থানায়। সাথে সাথেই কড়েয়া থানার পুলিশ ছুটে এসে দরজা ভেঙে দেখতে পায় রুমের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তানভীর নঈম। এরপরই তাকে উদ্ধার করে স্থানীয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি জানিয়ে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনকে অবগত করা হয়েছে। এমনকি ঢাকায় মৃতের পরিবারের সাথেও কলকাতা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, তানভীর নঈমের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের সকল কর্মকর্তা ও কর্মচারীকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

Recent Comments