Home বরিশাল যতদিন ইচ্ছা বরিশালে থাকবেন ইউএনও মুনিবুর রহমান, জানালেন জেলা প্রশাসক

যতদিন ইচ্ছা বরিশালে থাকবেন ইউএনও মুনিবুর রহমান, জানালেন জেলা প্রশাসক

 দখিনের সময় ডেস্ক :

বদলির পরও ইউএনও মুনিবুর রহমান যতদিন ইচ্ছা বর্তমান কর্মস্থলে কাজ করবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। রোববার (২৯ আগস্ট) বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে সদর উপজেলা ইউএনও মুনিবুর রহমান উপস্থিত ছিলেন। তবে তিনি গত ১৮ আগস্টের বরিশালের ঘটনা নিয়ে কোনো কথা বলেননি।

জসীম উদ্দীন হায়দার বলেন, আন্তরিকতাকে যেন কেউ দুর্বলতা না ভাবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।  বরিশালে ইউএনও’র বাসভবন চত্বরে গত ১৮ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার ১০ দিন পর প্রকাশ্যে মুখ খুললেন জেলা প্রশাসক। জসীম উদ্দীন হায়দার। এর আগে, গত ১৯ আগস্ট শেষবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেদিন প্রশ্নের জবাবে তৎকালীন প্রেক্ষাপটে বিজিবি চাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এর পরদিন থেকে গণমাধ্যম কর্মীরা বহু চেষ্টা করেও তাকে পাননি। ঘটনার ১০দিন পর রোববার সদর উপজেলার গিলাতলীতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে ১৮ আগস্টের বিষয়টি তিনি সরাসরি উল্লেখ করেননি। তবে ক্ষোভের সঙ্গে বলেছেন, আন্তরিকতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে।

জেলা প্রশাসক বলেন, জেলায় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করছেন জেলা প্রশাসক এবং উপজেলায় ইউএনও। ইউএনও’র গায়ে কেউ আঘাত করলে তা প্রধানমন্ত্রীকে অপমানের শামিল। যারা রাষ্ট্রের জন্য কাজ করে তারা প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন, তাদের সম্মান দেখাতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, ইউএনওকে তার কাজ করতে দিতে হবে। অনেকে বলেন, ইউএনওকে বদলি করা হয়েছে। তাকে বদলি করা হয়েছে ১০ আগস্ট, ঘটনার ৮ দিন আগে।

ইউএনও’র বদলি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, তার বদলি হয়েছে ঘটনার আগে। কিন্তু যতদিন ইচ্ছা ইউএনও বরিশালে কাজ করতে পারবেন। তিনি আরও বলেন, আন্তরিকতা, ভালোবাসাকে কেউ দুর্বলতা মনে করবেন না। কর্মকর্তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। কারো সঙ্গে শত্রুতা নেই। তবে কারো কোনো অন্যায় কাজের প্রশ্রয় দেওয়া হবে না।

বক্তৃতার এক পর্যায়ে জেলা প্রশাসক বলেন, যেহেতু তিনি জেলার প্রতিনিধিত্ব করেন তাই সিটি করপোরেশনের অনেক বরাদ্দ তার হাত দিয়েই গেছে। অতি সম্প্রতি জেলা প্রশাসকের হাত দিয়েই ২০০ মেট্রিক টন চাল এবং ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল বলে বক্তৃতায় উল্লেখ করেছেন জেলা প্রশাসক।

মুজিব শতবর্ষ উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ব্যক্তিগত তহবিল থেকে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬০ জন অসহায় মানুষের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

Recent Comments