Home নির্বাচিত খবর গবেষণার উপাত্ত হয়ে থাকবে তালেবানদের বিজয় কৌশল

গবেষণার উপাত্ত হয়ে থাকবে তালেবানদের বিজয় কৌশল

দখিনের সময় ডেস্ক:

পরাক্রমশালী আমেরিকা আফগানিস্থানে তালেবানদের কাছে পরাজিত হয়েছে। বিজয়ের ক্ষেত্রে তালেবানদের অন্যতম কৌশল ছিল ছোট ছোট দলে অ্যামবুশ এবং বিচ্ছিন্ন চেকপোস্টগুলোকে আক্রমণ ও নিষ্ক্রিয় করা। ক্রমেই শহরে সরকারি বাহিনীর ক্যাম্পগুলোকে মানসিক এবং শারীরিকভাবে বিচ্ছিন্ন করা।

বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরকারি বাহিনীর আত্মসমর্পণের চিত্র মোবাইলে আপলোড করে আত্মসমর্পণের আহ্বান জানানো। অপরদিকে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করবার ফলে অনেক ক্যাম্পে খাদ্য ও রসদ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকেনি। সময়মতো বেতন না পাওয়ায় স্থানীয় জনগণের শরণাপন্ন হয়েছে। এতে যা হয়েছে তাতে আফগান বাহিনীর মনোবলের ক্রমেই অবনতি ঘটতে থাকে। অপরদিকে সরকারের আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতির সংবাদ মোবাইলে অহরহ প্রচার করা হতো। নেতৃস্থানীয় ব্যক্তিদের যার মধ্যে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন নেতাদের সীমাহীন দুর্নীতি, অদক্ষতা ইত্যাদি এ পরাজয়ের কারণ স্বীকার করে আফগান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সাদাত।

২০১৮ সাল থেকে দোহাতে তালেবানদের অফিস দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনাকে ব্যবহার করা হয়েছে এই বলে যে, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে চলে যাওয়ার পথ খুঁজছে। এ সংবাদ তালেবানরা দারুণভাবে ব্যবহার করে যে বার্তা দিয়েছিল তা হলো, অবশেষে আফগানিস্তানে তালেবান রাজ কায়েম হতে যাচ্ছে এবং তালেবানরাই এখন শক্তিশালী শক্তি। আফগানিস্তানের ঐতিহ্য হচ্ছে সব সময়েই শক্তিশালী শক্তির পক্ষে যোগ দিতে উন্মুখ থাকে বিভিন্ন গোষ্ঠী এখানেও তেমনটাই হয়েছে। একই সাথে তালেবানরা অনেক পুলিশ এমনকি সেনাবাহিনীর সদস্যদের টাকা পয়সা দিয়ে নিজেদের পক্ষে টেনেছে। অবশেষে বাগ্রাম বেস ছাড়বার আগেই তালেবানরা ‘ব্যাটল অব এটরিশনে’ জয়লাভ করে।

সর্বশেষে তালেবানদের আক্রমণে জেলা শহরে আত্মসমর্পণ শুরু হয়। এ অভিযান শুরু হয় পূর্বে যেখানে তালেবান দুর্বল ছিল, উত্তরাঞ্চলে। অবশেষে বড় বড় শহরে তালেবানদের বিপুল সংখ্যক স্থানীয় স্লিপিং সেল চূড়ান্ত অভিযানে ভেতর হতে আক্রমণ করে সরকারি বাহিনীকে দুর্বল করে তোলে। এরই ফল সর্বশেষে কাবুল পতনের সময় দৃশ্যমান হয়।

তালেবান তাদের যুদ্ধের কৌশল যেভাবে পরিবর্তন করেছে তা যে কোনো সমরবিদ এবং গবেষকদের ভবিষ্যৎ ব্যাপক গবেষণার তথ্যউপাত্ত হয়ে থাকবে। এদিকে তালেবানদের রণকৌশল সম্বন্ধে যুক্তরাষ্ট্রের বাহিনী সম্পূর্ণ অজ্ঞ ছিল। তার কারণ শত্রুকে অবজ্ঞা করা এবং ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments