Home বরিশাল চাচির পরকীয়ায় ডুবে প্রাণ দিলেন এক যুবক

চাচির পরকীয়ায় ডুবে প্রাণ দিলেন এক যুবক

দখিনের সময় ডেস্ক :

দুঃসম্পর্কের চাচির পরকীয়ায় জড়িয়ে জীবন দিলেন পিয়েল সাহা ২৪ নামের এক যুবক। জন্মদিনের প্রথম প্রহরে শুভেচ্ছা জানাতে না আসায় চাচি সম্পর্কের পরকীয়া প্রেমিকার সাথে অভিমান করে বিষপান করে ওই যুবক।

তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পিয়েল।

বরিশাল নগরীর বনগ্রাম রোড খ্রিস্টান কলোনীর গোলপুকুর সংলগ্নের বাসিন্দা সুনিল সাহা’র ছেলে।

এছাড়া অভিযুক্ত পরকীয়া প্রেমিকা নিপা হাজরা একই কলোনীর প্রতিবেশী কাঠমিস্ত্রি এলভিস হাজরার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের জননী।

নিহতের স্বজনদের অভিযোগ নিপা হাজরার প্ররোচনায় বিষপানে আত্মহত্যা করেছে পিয়েল সাহা। এই ঘটনায় আইনগত সহায়তা নিবেন বলে জানিয়েছেন নিহতের বড় ভাই রিয়াল সাহা।

নিহতের বড়ভাই রিয়াল সাহা জানিয়েছেন, ‘অভিযুক্ত নিপা এলভিস সম্পর্কে তাদের চাচি হন। পিয়েল সাহা শিশুকাল থেকে তাদের কাছেই বড় হয়েছে। সেই সুবাধে নিপার পরিবারের সবার সাথে তাদের সুসম্পর্ক। এর মধ্যেই নিপা এবং পিয়েল পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। যেটা দীর্ঘ দিন গোপন থাকলেও সম্প্রতি কিছু লোকের মধ্যে প্রকাশ পায়।

রিয়াল আরও বলেন, ‘আমাদের কাছে দুজনের সর্বশেষ কথোপকথনের একটি কল রেকর্ড এসেছি। তাতে শোনা যাচ্ছে দুজনের মধ্যে মান অভিমান নিয়ে ঝগড়া হচ্ছে। এসময় নিপা এলভিস তার মৃত্যু কামনা করেন এবং আত্মহত্যার প্ররোচনা জোগায়। এই ঘটনার পরেই গত ১ সেপ্টেম্বর পিসপানে আত্মহত্যার চেষ্টা করে পিয়েল সাহা।

অভিযোগ প্রসঙ্গে চাচি নিপা হাজরা বলেন, ‘আমার গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বামরাইলে। ২০০৮ সালে এলভিস হাজরার সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। সাংসারিক জীবনে আমাদের দুটি পুত্র সন্তানও রয়েছে। আমার বিয়ের পূর্বে থেকেই পিয়েল আমার শ্বশুর বাড়িতে থাকতো। বিয়ের কয়েক বছর পর থেকেই পিয়েল আমাকে পছন্দ করে বলে নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিলো। আমি তাকে বরাবরই ফিরিয়ে দিয়েছি।

তিনি বলেন, ‘সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আমাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। অনেকটা ব্লাকমেইল করেই পিয়েল আমাকে পরকীয়ায় বাধ্য করেছে। এমনকি একটি পর্যায় সে আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি তাতে অস্বীকৃতি জানাই। এসব ঘটনা একমাত্র নিহতের বৌদি মলিনা সাহা জানেন। মাসখানেক পূর্বে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মলিনার সামনেই আমাকে মারধর করে পিয়েল।

নিপা বলেন, ‘গত ১ সেপ্টেম্বর পিয়েলের জন্মদিন ছিলো। এজন্য ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে পিয়েল আমাকে ফোন দিয়ে বলে, রাত ১২টা ১ মিনিটে ঘর থেকে বের হয়ে সর্বপ্রথম তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে। আমি তার প্রস্তাবে সায় দেইনি। এজন্য ১ সেপ্টেম্বর সকালে পিয়েল আমাকে পুনরায় ফোন করে রাতে তাকে জন্মদিনের শুভেচ্ছা কেন জানাইনি সে বিষয়ে প্রশ্ন করে। এ নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় সে আমাকে না পেলে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। তখন আমিও রাগের মাথায় তাকে বলেছি ‘যা তুই মর গিয়ে’। এর কিছু সময় পরেই শুনতে পাই পিয়েল বিষপান করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে খ্রিস্টান কলোনী পরিদর্শন করেছেন কোতয়ালী মডেল থানার পুলিশ।

পিয়েলের অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল বলেন, ‘গত ১ সেপ্টেম্বর বিকাল পৌনে ৫টার দিকে বিষপান করা অবস্থায় পিয়েলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত যতটুকু যেনেছি তাতে পরকীয়ার জেরে পিয়েল আত্মহত্যা করেছে। দুপুরে মৃতদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত এবং অভিযুক্তের পরিবারের সাথে কথা বলেছি। পিয়েল প্রতিবেশী দুই সন্তানের জননীর প্ররোচনায় আত্মহত্যা করেছে বলে দাবি করেছে নিহতের স্বজনেরা। তবে অভিযুক্ত নিপা অভিযোগ অস্বীকার করেছে। তবে তাদের মধ্যে একটি সম্পর্ক ছিলো এটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা বা অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments