Home খেলাধূলা বড় ব্যবধানে টাইগারদের পরাজয় , ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন রিয়াদ

বড় ব্যবধানে টাইগারদের পরাজয় , ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন রিয়াদ

দখিনের সময় ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে এসে সিরিজ নিশ্চিত করতে পারলো না বাংলাদেশ। মাত্র ৭৬ রানে অলআউট হয়ে ৫২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে তারা। এর মধ্য দিয়ে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করলো কিউইরা। তবে আরও দুই ম্যাচ বাকি থাকায় টাইগারদের সিরিজ জয়ের আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না।

রবিবার (৫ সেপ্টেম্বর) মিরপুরে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী পর্বে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে মিডল অর্ডারে বড় কোনো জুটি না হওয়াতে অসহায়ত্ব ফুটে উঠেছে।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, উইকেট ও কন্ডিশন বিবেচনায় ১২৯ রানের লক্ষ্য তাড়া করার সামর্থ্য বাংলাদেশের ছিল। বোলাররা ভালো করার পর ব্যাটসম্যানরাও দারুণ শুরু এনে দেয়। কিন্তু সেই ছন্দটা আর ধরে রাখা যায়নি।

নেতিবাচক চিন্তা না করে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে। পাশাপাশি ঘাটতি নিয়েও কাজ করতে হবে।’

সিরিজ জয়ের স্বপ্ন এখনো মিলিয়ে যায়নি মনে করিয়ে দিয়ে টাইগার দলপতি বলেন, ‘এখনো আমরা এগিয়ে। আরও দুই ম্যাচ বাকি। আগামী ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments