Home সারাদেশ কুয়াকাটায় ভেসে এসেছে মৃত ডলফিন

কুয়াকাটায় ভেসে এসেছে মৃত ডলফিন

দখিনের সময় ডেস্ক:

বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অমাবস্যার জোয়ারের ঢেউয়ের সঙ্গে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

বঙ্গোপসাগরের জেলেদের ইলিশের জালে আটকে হাম্পব্যাক এবং বোটলনোস প্রজাতির ডলফিনের মৃত্যু হচ্ছে ধারাবাহিকভাবে।

দলগতভাবে চলতে গিয়ে সাগরে জেলেদের ইলিশ ধরার জালে আটকে গিয়ে শ্বাস নিতে না পারায় ডলফিনগুলো মারা যাচ্ছে।

সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের সময়ে গভীর সাগর থেকে ঢেউয়ের সঙ্গে গত ২১ আগস্ট সাগরকন্যা আবাসিক হোটেল সংলগ্ন সৈকতে একটি, তার একদিন আগে কাউয়ারচর এবং ধোলাই মার্কেট পয়েন্টে আরও দুইটি বোটলনোস প্রজাতির ডলফিনের অর্ধগলিত দেহাবেশ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে।

কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসায় পরিবেশবিদদের মাঝে সামুদ্রিক জীব বৈচিত্র্যের করুণ পরিণতির শঙ্কা বিরাজ করছে।

সাগরে নির্বিচারে জাল ফেলায় বিরল প্রজাতির ডলফিন, কচ্ছপসহ অন্যান্য জলজ প্রাণি তাদের বিচরণ ক্ষেত্রগুলো চরম হুমকির মধ্যে রয়েছে। সে কারণে এসকল জলজ প্রাণির মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এখনই সরকারের সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন জেলে বলেন, ‘অধিকাংশ সময় দেখা যায় ডলফিনগুলো সাগরে দলবদ্ধভাবে চলাফেরা করে। ৬৫ দিনের অবরোধের আগে কোনও একদিন আমাদের জালে পাশাপাশি দুটি ডলফিন আটকে যায়। ওদের গায়ে অনেক শক্তি, পুরো জালই মুড়িয়ে নষ্ট করার চেষ্টা করছিল। এতে আমরা তড়িঘড়ি করে জাল কেটে দেওয়ার পরে চলে গেছে। তারপরে কী হয়েছে জানি না। ডলফিন দুটি অনেক জাল ছিঁড়ে ফেলেছিল সেদিন। অধিকাংশ সময় আমাদের জাল ছিঁড়ে ডলফিনরা চলে যায়। জাল নতুন হওয়ায় ওইদিন ছিঁড়তে পারেনি।’

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সৈকতের গঙ্গামতি পয়েন্টে বুধবার সকালে একটি মৃত ডলফিন পাওয়া যায়। কলিজা, জিহ্বাসহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে সেটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। এখন যে ডলফিনটি পাওয়া গেছে, সেটা পচে যাওয়ার উপক্রম। তাই দ্রুত মাটি চাপা দিতে হচ্ছে।’

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘এটা নিয়ে চলতি বছর মোট ১৯টি মৃত ডলফিন সৈকতে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।’

মৎস্য অধিদপ্তর বরিশালের সাসটেইনাবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে উপ-প্রকল্প পরিচালক বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটি হাম্পব্যাক এবং বোটলনোস প্রজাতির। এরা দলগতভাবে চলাচল করে গভীর সাগরে। এরা মাছ খেয়ে বেঁচে থাকে। সে কারণে মাছের পিছু ছুটতে গিয়ে ডলফিনগুলো জেলেদের জালে আটকে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে শ্বাস নিতে না পারায় মারা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোর্স কোড কী?

দখিনের সময় ডেস্ক: মোর্স কোড হল একটি সাংকেতিক ভাষা যা পয়েন্ট (.) এবং ড্যাশ (-) দ্বারা প্রতিটি অক্ষর, সংখ্যা, এবং কিছু বিশেষ চিহ্ন উপস্থাপন করে।...

হলুদ ও মধু একসঙ্গে খাওয়ার ৫ উপকারিতা

দখিনের সময় ডেস্ক: হলুদ এবং মধু। এই দুই প্রাকৃতিক উপাদানই নিজ নিজ গুণে সমাদৃত। আমাদের স্বাস্থ্যের জন্য রয়েছে এগুলোর অসংখ্য উপকারিতা। উপকারী এই দুই উপাদান...

ভারতে অজ্ঞান পার্টির কবলে দুই বাংলাদেশি পর্যটক, পুলিশ সহযোগিতা না করার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: ভারতে বেড়াতে গিয়ে সর্বশান্ত হয়েছেন দুই বাংলাদেশি পর্যটক। চলন্ত ট্রেনে দুজন ব্যক্তি তাদেরকে চা খেতে দেয়। চা খাওয়ার পরই তারা জ্ঞান হারিয়ে...

শুরু ভালো হলেও বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ব্যাটিং কোচ ডেভিড হেম্প মনে করেন, ব্যাটসম্যানরা ভালো শুরু পেলেও সেটি বড় ইনিংসে রূপান্তরিত করতে না পারার খেসারত দিচ্ছে বাংলাদেশ।...

Recent Comments