Home আন্তর্জাতিক করোনায় ভারতে পাঁচ মাসে চাকরি হারালো দুই কোটি মানুষ

করোনায় ভারতে পাঁচ মাসে চাকরি হারালো দুই কোটি মানুষ

দখিনের সময় ডেক্স:
করোনা মহামারিরর কারনে পাঁচ মাসে ভারতে দুই কোটি ১০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। এ পরিসংখ্যান গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসের।  সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) নামের একটি পরামর্শক সংস্থার পরিসংখ্যানে করোনাকালে বিপুলসংখ্যক মানুষের কর্মহীন হয়ে পড়ার এ চিত্র উঠে এসেছে। খবর সূত্র: আনন্দবাজার।
সমীক্ষায় দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছর শেষে ভারতে চাকরিজীবী সংখ্যা ছিল আট কোটি ৬০ লাখ। আগস্টে তা নেমে এসেছে ছয় কোটি ৫০ লাখে। অবশ্য এজন্য যে শুধু করোনা মহামারিজনিত লকডাউনই দায়ী, তা নয়। মহামারি দেখা দেয়ার আগে থেকেই ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছিল। করোনা তাতে ভালোই আঁচড় কেটেছে। চার দশকের মধ্যে জিডিপির আকার সবচেয়ে বেশি সঙ্কুচিত হয়েছে। আর তাতে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে।
সিএমআইই পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, ভারতে ২০১৯-২০ অর্থবছরের শেষের তুলনায় গেল জুলাইয়ে অসংগঠিত ক্ষেত্রে কাজের সংখ্যা যেখানে নিট ৮০ লাখ বেড়েছে, সেখানে শুধু লকডাউনের সময়েই বেতনভুক্ত চাকরির সংখ্যা কমেছে এক কোটি ৮৯ লাখ বা ২২ শতাংশ। অথচ এর আগের অর্থ বছরেও ছিল উল্টো চিত্র। তখন চাকরি বেড়েছিল এক দশমিক ছয় শতাংশ। অর্থনীতির অবস্থা নাজুক হয়ে পড়ায় ২০১৮ সালে ০.০১ শতাংশ। আর ২০১৯-২০ সালে কমেছে এক দশমিক ৮ শতাংশ। আর ২০১৬-১৭ সালের ৮.৬৩ কোটি চাকরি ২০১৯-২০ সালে কমে দাঁড়িয়েছে ৮.৬১ কোটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার বেড়েছে

দখিনের সময় ডেস্ক: র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার গড়ে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে র‍্যানসমওয়্যার সাইবার হামলায় ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো গড়ে ৪ লাখ থেকে ২০...

গরমে কেন খাবেন আখের রস

দখিনের সময় ডেস্ক: তীব্র গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয়র বদলে অনেকেই ভরসা রাখেন আখের রসে। আখের রস থেকেই তৈরি হয় চিনি। কিন্তু চিনির থেকেও অনেক...

বৃষ্টি বিলাসে খেতে পারেন যেসব খাবার

দখিনের সময় ডেস্ক: টানা অতি তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি নেমেছে দেশের বিভিন্ন স্থানে। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যস্ত জীবনে। দীর্ঘদিন গরমের ধকল পোহানোর পর এমন বৃষ্টি...

অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত হালিমা খাতুন স্কুল, ১৩ ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতিতে চরম সংকটে পড়েছে বরিশালের ঐতিহ্যবাহী হালিমা খাতুন স্কুল। শিক্ষকরা নিয়োজিত কোচিং বানিজ্যে। স্কুলের শিক্ষক, অভিভাবকদের মধ্যে চরম...

Recent Comments