Home বিশেষ প্রতিবেদন অনুপ্রবেশে সহায়তা করা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে, জিরো টলারেন্সে আওয়ামী লীগ

অনুপ্রবেশে সহায়তা করা নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে, জিরো টলারেন্সে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি:
কেবল অনুপ্রবেশকারীদের ব্যাপারে নয়, অনুপ্রবেশে সহায়তাকারী নেতাদের বিষয়েও কঠোর অবস্থান গ্রহন করেছে আওয়ামী লীগের হাই কমান্ড। জিকে শামিম-পাপিয়া-সাহেদদের মতো ব্যক্তিদের দলে অনুপ্রবেশে সে সকল ব্যক্তি ও নেতা সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। সূত্রমতে অনুপ্রবেশের ঘটনায় দলীয় প্রধান শেখ হাসিনার অবস্থান জিরো টলারেন্স। উল্লেখ্য, দলে অনুপ্রবেশের ঘটনায় বিব্রত আওয়ামী লীগ।
দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, সম্মেলন হয়ে গেছে এমন সব কমিটির পূর্ণাঙ্গ করা হবে এ মাসেই। সেই সাথে পুরনো জেলা ও উপজেলা কমিটি গুলোতেও নেয়া হবে কাউন্সিলের প্রস্তুতি। তবে এবার কমিটি গুলোতে যেন দলবদলকারী ভূঁইফোরেরা যেন না আর কমিটিতে স্থান না নিতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলেও জনান দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন, দলকে তৃণমূল থেকে গুছিয়ে আগামীর জন্য প্রস্তুত করতেই এমন উদ্যোগ।
টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় দলটিতে অনেক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। অনেক সময় অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।  দলের নীতি নির্ধারকদের মতে, সাহেদদের মতো লোকেরা  দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ায়ই অনেকে বিস্মিত হয়েছেন। সূত্র মতে বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রে কেবল নয়, জেলা-উপজেলা পর্যায়েও শুদ্ধি অভিযান চালানো হবে। ‘যেখানে যেখানে সাহেদরা ঢুকেছে সব বের করে দেওয়া হবে’ এমনটাই বলছেন এক নীতি নির্ধারনী নেতা।।এমনকি এবারের উপ-কমিটিগুলোতে যাতে অনুপ্রবেশকারীরা কোনভাবে সুযোগ না পায়, সে বিষয়ে আওয়ামী লীগ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন সম্বাপক মন্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, এবারের কমিটিতে যেন ভুঁইফোড় কেউ স্থান না পান সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হনিফ  জানিয়েছেন, সম্মেলন হয়েছে এমন জেলা, মহানগরসহ সব ইউনিটে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ।
এ প্রসঙ্গে দলের আরেক প্রভাবশালী নেতা্ জানান, আওয়ামী লীগে অনুপ্রবেশের ঘটনা আমাদের দলের অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে গুরুত্ব দিয়েছেন৷ তিনি নিজেই অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করে, সাংগঠনিক বিভাগগুলোর দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের হাতে দিয়েছেন। নেত্রীর নির্দেশনায় মোতাবেক আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে অনেক অনুপ্রবেশকারী দলের পদ হারিয়ে এবং দল থেকে বিতাড়িত হয়েছে৷ এরপরও যারা রয়ে গেছে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে বের করে দেওয়া হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments