Home বরিশাল পানিউন্নয়ন বোর্ডের অপকর্মে খড়স্রোতা খাল এখন ড্রেন, মরেগেছে ১০টি শাখা

পানিউন্নয়ন বোর্ডের অপকর্মে খড়স্রোতা খাল এখন ড্রেন, মরেগেছে ১০টি শাখা

জুবায়ের ইসলাম নীলয়, ইউনিয়ন প্রতিনিধি:

এক সময় ছিলো খড়স্রোতা খাল। সেচ ও মাছের চাহিদা পূরণ করতো এই খালটি। নৌ-পথে পন্য পরিবহনেরও প্রধান মাধ্যম ছিলো এই খাল।

কিন্তু স্লুইজ গেট নির্মাণের নামে পানি উন্নয়ন বোর্ডের অপকর্মে এ খালটি এখন ড্রেনে পরিণত হয়েছে। এখন আর মেলে না মাছ, যোগায় না সেচের পানি। বরং সৃষ্টি হয় জলাবদ্ধা। এ খালটি এখন মশার প্রজনন কেন্দ্র।

বরিশাল জেলার সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের স্বচ্ছ পানির খরস্রোতা রায়পাশা খাল। প্রায় সারা বছরই পানি থাকতো। বর্ষকালে প্রচুর মাছ পাওয়া যেতো, শুষ্ক মৌসুমে মিলতো সেচের পানি। সারা বছরই এই খাল দিয়ে নৌকা চলতো। কিন্তু আজ যেনো সবই স্বপ্নের মতো।

সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে প্রায় ৩০ বছর পুরানো স্লুইজ গেটটি সম্পর্কে দৈনিক দখিনের সময় প্রতিনিধিকে এলাকাবাসী জানান,  এই স্লুইজ গেটটির আরো প্রায় ১০ টি শাখা আছে যা এই ইউনিয়নের ভিতর ১০ টি শাখা খালে অবস্থিত। শাখা এ খালগুলো এরই মধ্যে মরেগেছে।

স্থানীয় এক প্রবীন ব্যক্তি মো: মুনসুর আলি বলেন,  এই খালের দিকে তাকালে তার শৈশবের কথা মনে পড়ে যায়। এই খালে সাঁতার কেটেছেন। এক সময় এই খালে দেখা মিলতো পাঁচ থেকে ছয় কেজি ওজনের বোয়াল, আইড়। জাল দিয়ে ধরেছেন ১২ কেজি কালিবাউস। বর্ষাকালে আমন ধানের জমিতে কইয়া জাল, বড়শি ও চাই পেতে মাছ ধরতাম। সেই রীতি ও প্রায় হারিয়ে গেছে। গত কয়েক বছর ধরেই এই খালে শুস্কমৌসুমে হাটু সমান পানিও থাকে না।

বর্তমান এই ইউনিয়নের আউস, আমন চাষ হয় না। এদিকে ইরি চাষও এখন হুমকির মুখে। নদী থেকে পলি মাটি পানির সাথে আসতে না পাড়ায় মাটির উরর্বতা কমে গেছে। বর্ষায় পানি জলাবদ্ধ হয়ে থাকার কারোনে কৃষকের আমন ধান চাষ করার ইচ্ছে থাকলেও বীজ তলা তৈরি করতে পাড়ে না। তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোর্ড যে স্লুইজ গেট তৈরি করেছে তাতে আমাদের সিমাহীন  ক্ষতি হয়েছে। আমাদের জনজীবনে ও কৃষিউৎপাদনে কাল সাপ হয়ে ছোবল দিচ্ছে প্রতিনিয়ত। যে খাল দিয়ে প্রতিদিন শত নৌকা চলাচল করতো, জেলে মাছ ধরে, কৃষক শস্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করতো। সেই রায়পাশা গ্রামের খালটি মরা বেরে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আধিপত্য বিস্তারে রাজবাড়ী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হাতে আটক ৩

দখিনের সময় ডেস্ক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির...

প্রাণ গ্রুপে চাকরি, ২৫ বছর হলেই আবেদন

দখিনের সময় ডেস্ক: প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর অপারেশন বিভাগ ট্রেইনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫...

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

Recent Comments