দখিনের সময় ডেক্স:
সীমান্তে হত্যা বন্ধে একমত হয়েছে বাংলাদেশ-ভারত। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর চার দিনের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দুই মহাপরিচালক। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানায় শেষ হয় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক। গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় সম্মেলনের নেয়া সিদ্ধান্তগুলো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন দুই দেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালক।
সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না এমন প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বলেন, এই ঘটনা শূণ্যের কোঠায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেন, সীমান্ত হত্যা বন্ধে যে সব জায়গায় বেশি হত্যাকাণ্ড হচ্ছে সেখানে শিগগিরই যৌথ টহল করবে দুই দেশের সীমান্ত বাহিনী। আর, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কোন ক্যাম্প বা আস্তানা নেই। বাংলাদেশ কখনও তার ভূমি কোনও সন্ত্রাসী গোষ্ঠী বা অন্য কোন রাষ্ট্রের বিশেষ করে ভারতের কোনও শত্রুপক্ষকে ব্যবহারের সুযোগ দেয়নি। ভবিষ্যতেও দেবে না।
সম্মেলনে মাদক পাচার ঠেকাতেও দুই দেশ সম্মত হয়েছে। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আরো সুসম্পর্ক স্থাপনের বিষয়েও আলোচনা হয় সম্মেলনে। উভয়পক্ষই পূর্ব অনুমোদন ছাড়া ১৫০ গজের মধ্যে কোনও ধরনের উন্নয়নমূলক কাজ না করার বিষয়ে সম্মত হয়েছে। এছাড়া, বন্ধ থাকা অন্যান্য উন্নয়নমূলক কাজ গুলো যত দ্রুত সম্ভব সমাধানের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে।