Home আন্তর্জাতিক কাবুল থেকে আসা ফ্লাইট নামতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র

কাবুল থেকে আসা ফ্লাইট নামতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র

দখিনের সময় ডেস্ক : 

আফগানিস্তান থেকে সরিয়ে আনা শতাধিক মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী ব্যক্তিদের বহনকারী ফ্লাইট নামতে বাধা পাওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ভাড়া করা ওই উড়োজাহাজটি নামতে দিতে অস্বীকার করেছে বলে ওই ফ্লাইটের আয়োজকরা জানিয়েছেন।

অলাভজনক গোষ্ঠী প্রজেক্ট ডায়নামোর প্রতিষ্ঠাতা ব্রায়ান স্টার্ন হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন সংস্থার বিষয়ে বলেন, ‘তারা আন্তর্জাতিক ফ্লাইটে থাকা একটি ভাড়া বিমানকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে প্রবেশের অনুমোদন দেবে না।’

আফগানিস্তানের বেসরকারি এয়ারলাইন কাম এয়ার থেকে তার সংস্থার ভাড়া করা একটি বিমান থেকে স্টার্ন রয়টার্সের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কাবুল থেকে ৫৯টি শিশুসহ ১১৭ জন লোককে নিয়ে আবুধাবি বিমানবন্দরে আসার পর থেকে ১৪ ঘণ্টা ধরে তিনি সেখানে বসে আছেন।

স্টার্ন জানান, কাম এয়ারের ফ্লাইটে ২৮ জন মার্কিন, ৮৩ জন গ্রিন কার্ডধারী ও যুক্তরাষ্ট্রের বিশেষ অভিবাসন ভিসা পাওয়া ছয় আফগান ছিলেন।

এদের ইথিওপিয়ান এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রগামী ভাড়া করা একটি উড়োজাহাজে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন জানিয়ে তিনি বলেন, ফ্লাইটটিকে নিউইয়র্ক শহরের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি দিয়েছিল কাস্টমস।

কিন্তু এরপর ওই অনুমতি পরিবর্তন করে ওয়াশিংটনের কাছে ডলাস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি দেয় আর তারপর উড়োজাহাজটির যুক্তরাষ্ট্রের কোথাও নামার অধিকার অস্বীকার করে কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন।

স্টার্নের অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য ডিএইচএসের কাছে রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন কর্মকর্তা পরিচয় না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, তারা এই ঘটনার বিষয়ে জানেন না, কিন্তু কোনো ভাড়া উড়োজাহাজকে যুক্তরাষ্ট্রে নামার অনুমতি দেওয়ার আগে ফ্লাইটের যাত্রী, ক্রু ও মালামাল যাচাই করতে যুক্তরাষ্ট্র সরকার সাধারণত সময় নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments